নয়ন ইসলাম মানজার পাঠানো ছবি
পটুয়াখালীর কলাপাড়ায় বিরল এক ঘটনা ঘটেছে। আঘাতপ্রাপ্ত একটি মৃদু বিষধর কালনাগিনী সাপকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য এক্সরে করেছে এনিমেল লাভারস অফ পটুয়াখালীর সদস্যরা।
বুধবার (১০ জুলাই) রাতে পৌর শহরের একটি বেসরকারি ক্লিনিকে আহত সাপটিকে আনা হয়। ভেটেনারি সার্জনের পরামর্শে এক্সরে করানোর পর জানা যায়, সাপটির দেহের মাঝ বরাবর হাড়ে ফাঁটল দেখা দিয়েছে।
এর আগে সকালে আমতলী উপজেলার পূজাখোলা এলাকার দফাদার বাড়ি সংলগ্ন স্থান থেকে লাঠি দিয়ে পেটানো অবস্থায় সাপটিকে উদ্ধার করে এনিমেল লাভারসের সদস্যরা। তিন ফুট দৈর্ঘ্যের, সবুজ, লাল ও কালো রঙের ডোরাকাটা প্রাপ্তবয়স্ক সাপটি উদ্ধার করে তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এই ব্যতিক্রমী উদ্যোগে সচেতন মহলে ব্যাপক প্রশংসা পাওয়া গেছে। স্থানীয়রা প্রথমে বিস্মিত হলেও পরে বন্যপ্রাণী রক্ষায় এমন কাজকে স্বাগত জানান।
এ বিষয়ে এনিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার টিম লিডার বায়জিদ আহসান বলেন, "কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদিক স্যারের সহায়তায় সাপটির এক্সরে করানো সম্ভব হয়েছে। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় ভেটেনারি সার্জনের কাছে পাঠানোর ব্যবস্থা নিচ্ছি।"
বন্যপ্রাণী সংরক্ষণ ও সুরক্ষায় এটি পটুয়াখালীর জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করেন স্থানীয় পরিবেশপ্রেমীরা।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক
মোজাম্মেল দিলন
প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।
নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com
©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com