ঢাকা, ০৩ ডিসেম্বর, ২০২৫
মানিক মিয়া :
প্রকাশিত : ০৭:১১ এএম, ২৬ জুলাই ২০২৫
Digital Solutions Ltd

ঠাকুরগাঁওয়ে লাম্পি স্কিন রোগে ৭২ গরুর মৃত্যু

প্রকাশিত : ০৭:১১ এএম, ২৬ জুলাই ২০২৫

সবার কথা

মানিক মিয়া :

ঠাকুরগাঁওয় সহ জেলার পাঁচটি উপজেলায় ভাইরাসজনিত লাম্পি স্কিন রোগটি ছড়িয়ে পরে। এ রোগে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে  ৭২টি গরু।  ৩ হাজার ৩৮০টি গরু এ পর্যন্ত আক্রান্ত হয়েছে। প্রাণিসম্পদ বিভাগ বলছে, আক্রান্ত গরুর সঠিক চিকিৎসা না হলে মৃত্যুর হার আরও বাড়তে পারে।

আক্রান্ত গরুগুলোর মধ্যে ১ হাজার ৪২৮টি গরু বিভিন্ন উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় থেকে চিকিৎসা নিয়েছে। তবে মাঠপর্যায়ের কর্মকর্তারা মনে করছেন, বাস্তবে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা আরও বেশি।
এই রোগটি খুব দ্রুত ছড়িয়ে পড়ে । 
এই রোগের সাধারন লক্ষণ হলো 
 
শরীরে দানা দানা ফোসকা উঠা,জ্বর,খাওয়া বন্ধ হয়ে যায়,শরীর দুর্বল,
 
প্রাণিসম্পদ বিভাগ বলছে, আক্রান্ত গরুর সঠিক চিকিৎসা না হলে মৃত্যুর হার আরও বাড়তে পারে। এ রোগের কার্যকর প্রতিষেধক না থাকায় আতঙ্কে দিন কাটাচ্ছেন সাধারণ কৃষক ও খামারিরা। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ইজহার আহমেদ খান বলেন, ‘লাম্পি ভাইরাসজনিত একটি সংক্রামক রোগ। আক্রান্ত পশুর কাছ থেকে অন্য পশুতে দ্রুত ছড়িয়ে পড়ে। বর্তমানে এ রোগের প্রতিষেধক নেই। তবে আমরা নিয়মিত চিকিৎসা দিচ্ছি এবং আক্রান্ত গরু আলাদা করে রাখার পরামর্শ দিচ্ছি।

পরিবেশ বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com