কাজী মাহমুদুল হাসানের পাঠানো ছবি
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, দেশের সব স্টেডিয়ামকে খেলাধুলার উপযোগী করে গড়ে তোলা হবে এবং যথাযথভাবে এর ব্যবহার নিশ্চিত করা হবে। খেলাধুলার প্রসার ঘটিয়ে জাতীয় পর্যায়ের খেলোয়াড় তৈরি ও সমাজ থেকে মাদকসহ সব অশুভ প্রবণতা দূর করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
শনিবার (৯ আগস্ট) সকাল ১০ টায় জাতীয় ক্রীড়া পরিষদের উদ্যোগে “উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম নির্মাণ” প্রকল্পের অধীনে নাটোর সদর উপজেলাসহ মোট ১৪টি মিনি স্টেডিয়ামের উদ্বোধন করা হয়। পরবর্তীতে নাটোর জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
তিনি বলেন, “শুধু স্টেডিয়াম উদ্বোধন করলেই হবে না, বরং সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। সারাদেশে ইতোমধ্যে প্রায় ১৫০টি মিনি স্টেডিয়ামের কাজ শেষ হয়েছে এবং বাকি উপজেলাগুলোর কাজ দ্রুত শেষ করতে উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কাজ করছে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুর-উল-আলম, স্থানীয় সরকার বিভাগের সচিব (বিশেষ দায়িত্বপ্রাপ্ত) মো. জহিরুল ইসলাম, জেলা প্রশাসক আসমা শাহীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল হায়াত, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদা শারমিন নেলীসহ জেলার বিভিন্ন কর্মকর্তা।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক আসমা শাহীন।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com