সোহেলের পাঠানো ছবি
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার খাসিয়ামারা নদীতে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন বন্ধ ও ড্রেজার মেশিন অপসারণ করতে ইজারাদারকে নির্দেশ প্রদান করেছেন দোয়ারাবাজার উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (২৯ আগষ্ট) দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (uno) অরুপ রতন সিংহ কর্তৃক স্বাক্ষরিত এক চিঠিতে খাসিয়ামারা নদীর ইজারাদার শাহজালাল কনস্ট্রাকশন'র স্বত্বাধিকারী মো. হারুন অর রশীদকে এই নির্দেশ দেওয়া হয়।
চিঠি সূত্রে জানাযায়, উল্লেখ করা হয় যে,সম্প্রতি উপজেলার খাসিয়ামারা নদীতে বালুমহালে বালু উত্তোলনের ফলে নদীর তীরবর্তী ভাঙন কবলিত এলাকায় ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে স্থানীয়দের কর্তৃক একাধিক অভিযোগের ভিত্তিতে গত ২৫ আগষ্ট খাসিয়ামারা নদী পরিদর্শন করা হয়, পরিদর্শনকালে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের সত্যতা পাওয়ায় এবং তাৎক্ষণিক ভাবে খাসিয়ামারা নদীর ভাঙন কবলিত এলাকায় ড্রেজার মেশিনে বালু উত্তোলন করা অবস্থায় ৩ টি ড্রেজার মেশিন জব্দ করা হয় এবং ঘটনাস্থল হতে ড্রেজার মেশিন পরিচালনাকারীকে আটক পূর্বক বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
পরবর্তীতে গত ২৭ আগষ্ট ( বুধবার) সুনামগঞ্জের জেলা প্রশাসক বালু মহাল পরিদর্শন করেন এবং ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন বন্ধ ও বালু উত্তোলনের ব্যবহৃত ড্রেজার মেশিন ও সরঞ্জামাদি অপসারণ করতে নির্দেশ প্রদান করে। কিন্তু গত ২৯ আগষ্ট জেলা প্রশাসকের নির্দেশনা অমান্য করে পুনরায় খাসিয়ামারা নদীতে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে বলে স্থানীয় একাধিক বাসিন্দাদের মাধ্যমে অভিযোগ পাওয়া যায়। যা অনাকাঙ্ক্ষিত, বিধিবহির্ভূত।
তাই ইজারাকৃত খাসিয়ামারা নদী বালুমহালে যে ব্যক্তিই অননুমোদিতে ড্রেজার মেশিন ব্যবহার করুক না কেনো তার দায় ইজারাদারের উপর বর্তাবে।
এমতাবস্থায়, ইজারাকৃত খাসিয়ামারা নদীর বালুমহালে বালু উত্তোলন কার্যক্রম উক্ত বালু মহালের নির্ধারিত তফসিল এর মধ্যে সীমাবদ্ধ রাখা, নির্ধারিত তফসিলের মধ্যে ড্রেজার মেশিন দিয়ে বালুউত্তোলন বন্ধ রাখা এবং ইজারাকৃত বালুমহাল হতে অননুমোদিত ড্রেজার মেশিন ও ড্রেজিংয়ে ব্যবহৃত অন্যান্য সরঞ্জামাদি অপসারণ নিশ্চিত করার জন্য নির্দেশ দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ জানান,আইন অমান্য করে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করার কোন সুযোগ নেই। যদি ড্রেজার মেশিন অপসারণ করা না হয় তাহলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক
মোজাম্মেল দিলন
প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।
নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com
©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com