ঢাকা, ০৬ জুলাই, ২০২৫
নয়ন ইসলাম মানজার :
প্রকাশিত : ০৯:১৫ এএম, ০৪ জুলাই ২০২৫
Digital Solutions Ltd

ভাঙন-জলোচ্ছ্বাসে বিপর্যস্ত রাঙ্গাবালীর চালিতাবুনিয়া রক্ষায় মানববন্ধন

প্রকাশিত : ০৯:১৫ এএম, ০৪ জুলাই ২০২৫

নয়ন ইসলাম মানজার পাঠানো ছবি

নয়ন ইসলাম মানজার :

ভাঙন ও জলোচ্ছ্বাসে বিপর্যস্ত পটুয়াখালীর রাঙ্গাবালীর নদীভাঙন কবলিত চালিতাবুনিয়া ইউনিয়ন রক্ষার দাবিতে রাজধানী ঢাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ জুলাই) সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে অংশ নেন রাঙ্গাবালী উপজেলার চালিতাবুনিয়াসহ বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা, শিক্ষার্থী, লেখক, সাংবাদিক ও বিশিষ্টজনেরা।

বক্তারা বলেন, চালিতাবুনিয়া ইউনিয়নটি দীর্ঘদিন ধরে নদীভাঙন ও প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত। প্রতিবছর বর্ষা মৌসুমে কিংবা অস্বাভাবিক জোয়ার-জলোচ্ছ্বাসে পুরো ইউনিয়ন প্লাবিত হয়। এতে ঘরবাড়ি, রাস্তাঘাট, মসজিদ-মাদ্রাসা, স্কুল এমনকি কবরস্থানও পানিতে ডুবে যায়।

তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রতি নির্বাচনের সময় ভাঙন রোধের প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয় না। লোক দেখানো কিছু প্রকল্প বাস্তবায়িত হলেও টেকসই বাঁধ নির্মাণের উদ্যোগ নেই।

বক্তারা জানান, প্রতিবছরই বেড়িবাঁধ মেরামত করা হলেও তা টেকে না। বর্ষা নামলেই বাঁধ আবারও ভেঙে পড়ে। তাই তারা স্থায়ী সমাধান হিসেবে ব্লক দিয়ে টেকসই বাঁধ নির্মাণের দাবি জানান।

মানববন্ধন থেকে অন্তর্বর্তী সরকারের কাছে চার দফা দাবি উপস্থাপন করা হয়:
১. নদীভাঙন প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ।
২. চালিতাবুনিয়ায় টেকসই ব্লক বাঁধ নির্মাণ।
৩. নদীভাঙনে গৃহহারা মানুষের পুনর্বাসন।
৪. ভূমিহীনদের জন্য খাস জমি বরাদ্দ।

বক্তারা বলেন, নদীভাঙনের ফলে শত শত পরিবার একাধিকবার ভিটেমাটি হারিয়েছে। তাই এই চার দফা বাস্তবায়ন এখন এলাকাবাসীর মৌলিক দাবি হয়ে উঠেছে।

কর্মসূচিতে বক্তব্য রাখেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবদুল লতিফ মাসুম।

এছাড়াও বক্তব্য রাখেন—বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক রাহাত সাইফুল, চালিতাবুনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি বাহাউদ্দীন হাওলাদার, ঢাকাস্থ চালিতাবুনিয়া সমিতির উপদেষ্টা ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসেন, রাকিবুল হাসান আলমাস, ইঞ্জিনিয়ার সাব্বির মাহমুদ, সংগঠনের সহ-সভাপতি রাজিব জুবায়ের, বাদল ফরাজি ও নিয়াজ খান প্রমুখ।

পরিবেশ বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক
মোজাম্মেল দিলন

প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com

শিরোনাম উপকূলজুড়ে বৃষ্টিপাত ও উত্তাল সাগর, পটুয়াখালীসহ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল শিরোনাম নৌকায় মাছ শিকারের আড়ালে ইয়াবা ব্যবসা, নারীসহ গ্রেফতার ৪ শিরোনাম দুধের চেয়ে যেন কোনক্রমেই গোখাদ্যের দাম বেশী না হয়: প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। শিরোনাম ইসরাইলকে যে শর্ত দিল হিজবুল্লাহ শিরোনাম ভাঙন-জলোচ্ছ্বাসে বিপর্যস্ত রাঙ্গাবালীর চালিতাবুনিয়া রক্ষায় মানববন্ধন শিরোনাম ছাত্র-জনতার ভয়ে ডোবায় ঝাঁপ সাবেক মেয়রের