ডিবি পুলিশ দেখে ৯ কেজি গাঁজা ও মোটরসাইকেল রেখে উধাও মাদক ব্যবসায়ী।
রংপুর জেলা ডিবি পুলিশের বিশেষ অভিযানের খবর টের পেয়ে ৯ কেজি গাঁজা ও মোটরসাইকেল রেখে পালিয়ে গেছে মাদক ব্যবসায়ী।
রবিবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার রংপুর কুড়িগ্রাম মহাসাড়কের তিস্তা ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
পালিয়ে যাওয়া মাদক বিক্রেতা ও মটরসাইকেলের মালিককে চিহ্নত করার চেষ্টা করছে পুলিশ।
রংপুর ডিবি পুলিশের এসআই শ্রী ভবদীশ চন্দ্র বিষয়টি নিশ্চিত করে জানান,গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা কালে কাউনিয়া উপজেলার নিজপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পাকা রাস্তার উপর একটি লাল-কালো রংয়ের পালসার- ১৫০ সিসি মোটরসাইকেলের চালককে থামানোর জন্য সংকেত দিলে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে উক্ত মোটরসাইকেলের অজ্ঞাতনামা চালক মোটরসাইকেলটি ঘটনাস্থলে ফেলে দৌড়ে পালিয়ে যায়। তার পিছনে ধাওয়া করে তাকে আটক করা সম্ভব হয়নি।
এ সময় উপস্থিত জনতার সম্মুখে উক্ত মোটরসাকেলটি তল্লাশি করে মোটরসাইকেলের পিছনে সিটের উপর রসি দিয়ে রাখা তিনটি পোটলা ৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়,
কাউনিয়া থানা অফিসার ইনচার্জ ওসি আব্দুল লতিফ গাঁজা ও মোটরসাইকেল আটকের বিষয় টি নিশ্চিত করে বলেন এ ব্যাপারে ডিবি পুলিশ বাদী হয়ে অজ্ঞাত নামা ব্যক্তির নামে মাদক আইনে মামলা দায়ের করেছে।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক
মোজাম্মেল দিলন
প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।
নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com
©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com