২৫ বছর পরও কবর থেকে অক্ষত মিলল মুয়াজ্জিনের মরদেহ
রংপুরের কাউনিয়ায় স্থানীয় মসজদের পিছুনে মাটি খুঁড়তেই বেরিয়ে এলো প্রায় ২৫ বছর আগে কবর দেয়া সাদা কাপড় মোড়ানো এক ব্যক্তির মরদেহ। মঙ্গলবার দুপরে উপজেলার শিবু কুটিরপাড় এলাকায় বাজার মসজিদের পাশে এ ঘটনা ঘটে।
জানা যায়, বৃষ্টির পানিতে মঙ্গলবার খনন করা জায়গায় মাটি ভেঙ্গে পরলে সেখানে সাদা কাপড় মোড়ানো কিছু অংশ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে মসজিদের ও গ্রামের লোকজন ঘটনাস্থলে এসে মাটি খুড়ে সাদা কাপড় মোড়ানো অবস্থায় মরদেহটি বের করে। ২৫ বছর আগের মরদেহ দেখতে সেখানে বিভিন্ন এলাকার লোকজন জড়ো হয়।
স্থানীয় লোকজন জানান, মৃত ব্যক্তির নাম হোসেন মুন্সি। তিনি মসজিদের মোয়াজ্জেম ছিলেন এবং পরেজগার ব্যক্তি ছিলেন। প্রায় ২৫ বছর আগে মসজিদের পিছনে তাকে দাফন করা হয়। কিন্তু মসজিদের পিছনে যে মৃত ব্যক্তির কবর রয়েছে তা স্বজনদের স্মরন ছিল না।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com