ঢাকা, ১৮ নভেম্বর, ২০২৫
 ঢাকা কলেজ প্রতিনিধি :
প্রকাশিত : ০৫:৪৪ এএম, ২৩ এপ্রিল ২০২৫
Digital Solutions Ltd

কুয়েট শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে ঢাকা কলেজে প্রতীকী অনশন

প্রকাশিত : ০৫:৪৪ এএম, ২৩ এপ্রিল ২০২৫

কুয়েট শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে ঢাকা কলেজে প্রতীকী অনশন

 ঢাকা কলেজ প্রতিনিধি :

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)–এর শিক্ষার্থীদের চলমান আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করে আজ বুধবার সকাল ১০টা ৩০ মিনিটে ঢাকা কলেজ ক্যাম্পাসে শহীদ মিনারের পাদদেশে এক প্রতীকী অনশন কর্মসূচির আয়োজন করা হয়।

এই কর্মসূচিতে ঢাকা কলেজের শিক্ষার্থীরা  কুয়েটের শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত দাবি ও নিরাপত্তার প্রশ্নে সারা দেশের ছাত্রসমাজকে একত্রিত করা আহ্বান।

কুয়েটে সম্প্রতি একাধিক ঘটনার জেরে শিক্ষার্থীদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। অভিযোগ রয়েছে, কর্তৃপক্ষের অবহেলা এবং প্রশাসনিক নিপীড়নের শিকার হয়েছেন একাধিক শিক্ষার্থী। এই পরিস্থিতিতে শিক্ষার্থীরা আন্দোলনে নামেন এবং ক্যাম্পাসে টানা বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করছেন।

ঢাকা কলেজের শিক্ষার্থী আব্দুল্লাহ আল ফাহাদ জানান, কুয়েটের শিক্ষার্থীদের প্রতি অবিচার মেনে নেওয়া যায় না। তাদের আন্দোলন ন্যায়সঙ্গত এবং তা শুধুমাত্র কুয়েট নয়, দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিরাপত্তা ও অধিকার রক্ষার প্রশ্নকে সামনে নিয়ে এসেছে।

শহীদ মিনারের পাদদেশে শিক্ষার্থীরা প্ল্যাকার্ড হাতে বসে থাকেন, যেখানে লেখা ছিল:

"কুয়েটের শিক্ষার্থীদের উপর নিপীড়ন বন্ধ করো"

"ন্যায়বিচার নিশ্চিত করো"

"ছাত্রের উপর হামলা চলবে না"

এই কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য দেন কয়েকজন ছাত্রনেতা ও সাবেক শিক্ষার্থী। তারা বলেন, "এই আন্দোলন শুধু কুয়েটের না, এটি গোটা ছাত্রসমাজের অধিকার রক্ষার আন্দোলন। আমরা এর শেষ পর্যন্ত পাশে থাকব।"

এ সময় ঢাকা কলেজের শিক্ষার্থী আফজাল হোসেন  বলেন, “আমরা কোনো রাজনৈতিক উদ্দেশ্যে এখানে আসিনি। আমাদের উপস্থিতি কুয়েটের ভাইদের পাশে থাকার জন্য। তারা যেন বিচারের আশায় নিরাশ না হয়—সেটা নিশ্চিত করতেই আমরা এই অনশন করেছি।”

আন্দোলনকারীরা জানিয়েছেন, আগামী কয়েক দিনের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য কলেজেও সংহতি কর্মসূচির আয়োজন করা হবে। পাশাপাশি, শিক্ষা মন্ত্রণালয় ও কুয়েট প্রশাসনের প্রতি দ্রুত সমস্যা সমাধানের আহ্বান জানানো হয়।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com