ঢাকা, ১৭ ডিসেম্বর, ২০২৫
বাকৃবি প্রতিনিধি: :
প্রকাশিত : ০১:২৫ পিএম, ২০ এপ্রিল ২০২৫
Digital Solutions Ltd

বাকৃবিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষকদের জন্য ইউজিসি অর্থায়নে প্রশিক্ষণ

প্রকাশিত : ০১:২৫ পিএম, ২০ এপ্রিল ২০২৫

বাকৃবিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষকদের জন্য ইউজিসি অর্থায়নে প্রশিক্ষণ

বাকৃবি প্রতিনিধি: :



 


বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে 'বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য বুনিয়াদি প্রশিক্ষণ' শীর্ষক ৩১তম কোর্সের উদ্বোধন করা হয়েছে। কোর্সটি বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) অর্থায়নে এবং গ্র্যাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউট (জিটিআই)-এর পরিচালনায় আয়োজন করা হয়।

রোববার (২০ এপ্রিল) সকালে বাকৃবির জিটিআই শ্রেণীকক্ষে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. জি. এম. মুজিবর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিটিআই-এর পরিচালক অধ্যাপক ড. বেনতুল মাওয়া এবং সঞ্চালনায় ছিলেন লেকচারার আইরিন আক্তার। স্বাগত বক্তব্য প্রদান করেন সিনিয়র কোর্স কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক। এছাড়াও বক্তব্য রাখেন ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীন, ট্রেজারার অধ্যাপক ড. হুমায়ুন কবির, প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. জোয়ার্দার ফারুক আহমেদ, বাউএক পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ নাছির উদ্দিন এবং জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলাম।

উল্লেখ্য, ২০ এপ্রিল থেকে ২২ মে পর্যন্ত ৩২ দিনব্যাপী এ বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের মোট ২৫ জন শিক্ষক অংশগ্রহণ করছেন।

শিক্ষা বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com