ঢাকা, ২৪ এপ্রিল, ২০২৫
আল ইয়ামিন আবির,স্টাফ রিপোর্টার :
প্রকাশিত : ১১:০০ এএম, ১৩ এপ্রিল ২০২৫
Digital Solutions Ltd

ইয়েমেনে জড়ো হচ্ছে হাজার হাজার সৈন্য

প্রকাশিত : ১১:০০ এএম, ১৩ এপ্রিল ২০২৫

ইয়েমেনে জড়ো হচ্ছে হাজার হাজার সৈন্য

আল ইয়ামিন আবির,স্টাফ রিপোর্টার :

মধ্যপ্রাচ্যে ফিলিস্তিনের পক্ষে প্রকাশ্যে লড়ে যাচ্ছে ইয়েমেনের হুতিরা। এজন্য আমেরিকা-ইসরায়েলের তোপের মুখে পড়েছে গোষ্ঠীটি। হুতিরা ইয়েমেনের বিদ্রোহী শক্তি হিসেবে পরিচিত। তাদের দমন করতে ইয়েমেনের বিভিন্ন টার্গেটে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইসরায়েল ও আমেরিকা। প্রতিবেশী সৌদি আরবের সঙ্গেও তাদের সম্পর্ক ভালো নয়। তবে এবার খবর প্রকাশিত হয়েছে, বিদ্রোহীদের উৎখাতে জড়ো হচ্ছে ৮০ হাজার সেনা।

ইয়েমেন ভিত্তিক ইংরেজি ভাষার সংবাদমাধ্যম দ্য ন্যাশনাল এক প্রতিবেদনে জানিয়েছে, বিদ্রোহীদের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার। আর এই অভিযান ঘিরে জড়ো হচ্ছে প্রায় ৮০ হাজার সেনা।

প্রতিবেদনে বলা হয়, তাদের প্রাথমিক লক্ষ্য গুরুত্বপূর্ণ হোদেইদাহ বন্দর বিদ্রোহীদের কাছ থেকে পুনর্দখল করা। ২০২১ সালে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের হাতছাড়া হয় এই বন্দর। যদিও ব্যাপক পরিসরের এই অভিযানে আমেরিকার সাহায্য পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। কবে এই অভিযান শুরু হবে তা নিয়েও রয়েছে ধোঁয়াশা। তবে বিশেষজ্ঞদের বিশ্বাস, শিগগিরই এমন অভিযান শুরু হবে।

 

বিশেষজ্ঞরা বলছেন, গেল মার্চ থেকে যুক্তরাষ্ট্র ইয়েমেনে নতুন করে বিমান হামলা শুরু করে। এরপরই ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার হোদেইদাহ পুনর্দখলের পরিকল্পনা হাতে নেয়। বন্দরনগরীতে মার্কিন হামলায় বিদ্রোহীদের গুরুত্বপূর্ণ কয়েকজন নেতা নিহত হয় বলে খবর বেরোয়। এতে করে গ্রুপটি দুর্বল হয়ে পড়েছে। এমতাবস্থায় প্রায় ৮০ হাজার সৈন্য জড়ো করে বন্দর নগরীর দিকে যাওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার।

আন্তর্জাতিক বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক
মোজাম্মেল দিলন

প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com

শিরোনাম কৃষি বিশ্ববিদ্যালয় কলেজে রোভার স্কাউটের দীক্ষা গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন শিরোনাম ২৫ বছর পরও কবর থেকে অক্ষত মিলল মুয়াজ্জিনের মরদেহ শিরোনাম নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছে কোষ্টগার্ড  শিরোনাম শরীয়তপুরে ২৩ মাসে কোরআনে হাফেজ দশ বছরের শিশু আবদুল্লাহ। শিরোনাম শরীয়তপুর যৌতুক নিরোধ সংক্রান্তে সচেতনা সভা ওপেন হাউস-ডে অনুষ্ঠিত হয়েছে। শিরোনাম কুয়েটের সঙ্গে সংহতি জানিয়ে ইডেন কলেজ শিক্ষার্থীদের আমরণ অনশনের ডাক