সংগৃহীত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সপরিবারে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ শুভেচ্ছা জানান।
ফেসবুক পোস্টে জামায়াত আমির লেখেন, “জনাব তারেক রহমান, সপরিবারে সুস্বাগতম!”—এই সংক্ষিপ্ত বার্তায় তিনি তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনকে স্বাগত জানান।
এর আগে দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে দেশে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটে তাকে বহনকারী উড়োজাহাজটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দরে পৌঁছানোর পর কড়া নিরাপত্তার মধ্যে তিনি সেখান থেকে পূর্বাচলের ৩০০ ফুট এলাকার উদ্দেশে রওনা দেন। এ সময় বিমানবন্দর এলাকায় বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। তারা হাত নেড়ে, প্ল্যাকার্ড ও ব্যানার প্রদর্শনের মাধ্যমে তাকে স্বাগত জানান। অনেকের হাতে জাতীয় পতাকাও দেখা যায়।
তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com