ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৫
নজরুল ইসলাম তুহিন, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি :
প্রকাশিত : ০৬:০৬ এএম, ২০ সেপ্টেম্বর ২০২৫
Digital Solutions Ltd

৬৯ বছরে প্রথমবার নিজ জন্মভূমিতে মোতাহার হোসেন চৌধুরীর মৃত্যুবার্ষিকী পালিত

প্রকাশিত : ০৬:০৬ এএম, ২০ সেপ্টেম্বর ২০২৫

নিজস্ব প্রতিনিধি

নজরুল ইসলাম তুহিন, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি :

বাংলা সাহিত্যের খ্যাতিমান প্রাবন্ধিক, লেখক ও চিন্তাবিদ মোতাহার হোসেন চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে রামগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মৃত্যুর ৬৯ বছর পর এবারই প্রথম লেখকের নিজ জেলায় এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ বছর পর জন্মস্থানে আয়োজিত এ অনুষ্ঠান স্থানীয়দের মধ্যে সাড়া ফেলেছে।

মোতাহার হোসেন চৌধুরী ১৯০৩ সালে বর্তমান লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার কাঞ্চনপুর গ্রামে জন্মগ্রহণ করেন । তবে দীর্ঘদিন ধরে বিভিন্ন সাহিত্যপত্র ও পাঠ্যপুস্তকে তাঁর জন্মস্থান নোয়াখালী জেলার কাঞ্চনপুর হিসেবে উল্লেখ রয়েছে। ১৯৮৪ সালে লক্ষ্মীপুর জেলা প্রতিষ্ঠা হলেও চার দশকের বেশি সময় ধরে এই ভুল সংশোধন হয়নি।

১৯৫৬ সালের ১৮ সেপ্টেম্বর তিনি মৃত্যুবরণ করেন। দীর্ঘ বছর পর তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে রামগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে স্মরণসভা অনুষ্ঠিত হয়। এ স্মরণ সভায় অনেকেই প্রথমবারের মতো জানতে পারেন পাঠ্য পুস্তকে যার গল্প পড়ে তারা বেড়ে উঠেছেন এটিই তার জনস্থান।

 রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রবিন শীষের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। বিশেষ অতিথি ছিলেন জাতীয় শিক্ষা ও পাঠ্যপুস্তক বোর্ডের গবেষক ড. কুদরত-ই-হুদা, দৈনিক যুগান্তরের সাহিত্য সম্পাদক কবি জুননু রাইন ও জেলা সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক কবি গিয়াস উদ্দিন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখকের একমাত্র পুত্র ক্যাপ্টেন সৈয়দ জাহিদ হোসাইন।

এ সময় অতিথিরা লেখকের প্রবন্ধগ্রন্থ ‘সংস্কৃতি কথা’ নিয়ে আয়োজিত প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। পরে জেলা প্রশাসক লেখকের পুত্রকে তাঁর পক্ষ থেকে মরণোত্তর সম্মাননা প্রদান করেন।

বক্তারা বলেন, বাংলা প্রবন্ধ সাহিত্যে মোতাহার হোসেন চৌধুরীর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁরা আশা প্রকাশ করেন, দ্রুত জাতীয় শিক্ষা ও পাঠ্যপুস্তকে তাঁর জন্মস্থানের ঠিকানা সংশোধন করা হবে।

শিক্ষা বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com