ঢাকা, ১৫ জুলাই, ২০২৫
রিফাত (টাঙ্গাইল)প্রতিনিধিঃ :
প্রকাশিত : ১১:০২ এএম, ১৪ জুলাই ২০২৫
Digital Solutions Ltd

টাঙ্গাইল জেলা আওয়ামীলীগ সহসভাপতি তারেক শামস্ খান হিমু গ্রেফতার

প্রকাশিত : ১১:০২ এএম, ১৪ জুলাই ২০২৫

রিফাতের পাঠানো ছবি

রিফাত (টাঙ্গাইল)প্রতিনিধিঃ :

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার আওয়ামী লীগ নেতা হিমুকে গ্রেফতার করেছে পুলিশ। আজ ১৪ জুলাই সোমবার ভোরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

তারেক শামস খান হিমু (৬২) নাগরপুর উপজেলার তেবাড়িয়া গ্রামের বাসিন্দা এবং প্রয়াত হুমায়ুন খানের পুত্র। তিনি টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্বও পালন করেছেন। গত ২০২৪ সালের পাতানো নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে "ঈগল" প্রতীক নিয়ে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসন থেকে নির্বাচন করেছিলেন।

তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের ওপর হামলার সঙ্গে জড়িত। এ ঘটনায় ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ গত বছরের ১০ সেপ্টেম্বর নাগরপুর থানায় একটি মামলা দায়ের করেন, যার ক্রমিক নম্বর ছিল ৭। মামলা নম্বর অনুযায়ী, হিমু ছিলেন ৩ নম্বর এজাহারভুক্ত আসামি।

মামলাটি আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) (সংশোধন) আইন ২০১৯ এর ৪/৫ ধারাসহ দণ্ডবিধির ১৪৩/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৫০৬(২) ধারায় দায়ের করা হয়েছিল।

দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে অবস্থানের পর আজ ভোরে দেশে ফিরলে ইমিগ্রেশন পুলিশ তাকে বিমানবন্দরেই আটক করে এবং নাগরপুর থানা পুলিশকে অবহিত করে।

এ বিষয়ে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান,সকল মামলার দীর্ঘদিনের পলাতক আসামীদের গ্রেফতার করতে বাংলাদেশ পুলিশ কৌশল অবলম্বন করছেন।

তারেক শামস খান হিমু দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। আজ ভোরে ইমিগ্রেশন পুলিশ তাকে বিমানবন্দরে শনাক্ত করে আটক করে আমাদের খবর দিলে, আমরা তাৎক্ষণিকভাবে সেখানে গিয়ে আটককৃত ব্যাক্তির পরিচয় ও মামলার এজাহার পর্যালচনা করে তাকে নাগরপুর থানায় নিয়ে আসি।

গ্রেফতারের পর হিমুকে আজ সকালেই বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছে থানা সূত্র।

আইন-আদালত বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক
মোজাম্মেল দিলন

প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com

শিরোনাম টাঙ্গাইল জেলা আওয়ামীলীগ সহসভাপতি তারেক শামস্ খান হিমু গ্রেফতার শিরোনাম কাউনিয়ায় চাঁদাবাজি বন্ধে কঠোর অবস্থানে বিএনপি। শিরোনাম লক্ষ্মীপুরে আরএসডি'র কর্মকর্তাদের জাগ্রত করতে প্রতীকী জানাযা শিরোনাম মুরাদনগরে বাসে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা চেষ্টায় মামলা প্রদান  আসামীকে ধরছে না পুলিশ, শিরোনাম গুপ্ত সংগঠনের তৎপরতার বিরুদ্ধে কুড়িগ্রামে ছাত্রদলের বিক্ষোভ মিছিল শিরোনাম শাহজাদপুরে উপজেলা চত্বরে পুকুর সংস্কার ও সৌন্দর্য্য বর্ধন উদ্বোধন