ছবি: সংগৃহীত
: সিরাজগঞ্জে ডিবি পুলিশের হেফাজতে থাকাকালে অসুস্থ হয়ে শাহাদত হোসেন (৪৫) নামে হত্যা মামলার এক আসামির মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) বিকেল ৪টার দিকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত শাহাদত সদর উপজেলার কালিয়া হরিপুর গ্রামের মৃত খলিল হোসেনের ছেলে।ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবু বক্কার সিদ্দিক জানান, সিরাজগঞ্জ রেলস্টেশন এলাকার মিশুকচালক আমিনুল ইসলামকে ভাড়া নেয়ার পর হত্যা করে তার মরদেহ উল্লাপাড়ার চৌকিদহ সেতুর নিচে ফেলে রেখে মিশুকটি নিয়ে যায় দুর্বৃত্তরা।গত ১২ নভেম্বর সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে এবং নিহতের বাবা বাদী হয়ে উল্লাপাড়া থানায় মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলাটি ডিবিতে হস্তান্তর হলে তদন্তে শাহাদতের সম্পৃক্ততার প্রমাণ মেলে।ওসি আরও বলেন, শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১১টার দিকে শহরের বাজার স্টেশন এলাকা থেকে শাহাদতকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যে লুট হওয়া মিশুকের ব্যাটারি উদ্ধার করে পুলিশ। এরপরই তিনি শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আকিকুন নাহার মনি বলেন, রোগীর হিস্ট্রিতে ‘পাবলিক অ্যাসল্ট’ উল্লেখ ছিল এবং শরীরে আঘাতের চিহ্ন দেখা গেছে। তিনি পূর্ব থেকেই শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ শ্বাসকষ্টজনিত সমস্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের পরে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com