ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৫
সাদ্দাম উদ্দিন রাজ নরসিংদী :
প্রকাশিত : ০২:০২ এএম, ২১ নভেম্বর ২০২৫
Digital Solutions Ltd

নরসিংদী জজ কোর্টে হাজিরা দিতে এসে রক্তাক্ত ছাত্রদল নেতা

প্রকাশিত : ০২:০২ এএম, ২১ নভেম্বর ২০২৫

নিজস্ব প্রতিনিধি

সাদ্দাম উদ্দিন রাজ নরসিংদী :

নরসিংদী জজ কোর্টে হাজিরা দিতে এসে সিয়াম মিয়া (২৮) নামে এক ছাত্রদল নেতার উপর হামলার ঘটনা ঘটেছে। 

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে নরসিংদী জজ কোর্ট প্রাঙ্গনে এই হামলার ঘটনা ঘটে। পরে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে  নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

নরসিংদীর কোর্ট পরিদর্শক সাইরুল ইসলাম ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ।

আহত সিয়াম মিয়া পলাশ উপজেলার দড়িহাওলাপাড়ার এমরান মিয়ার ছেলে। সে ঘোড়াশাল পৌরসভার ছাত্রদলের যুগ্ম আহবায়কের দায়িত্বে রয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়,  বৃহস্পতিবার সকালে সিয়াম বিগত আওয়ামী সরকারের আমলের মামলায় কোর্টে হাজিরা দিতে আসে। সে কোর্টের বিশ্রামগারের সামনে বসে চা খাচ্ছিলো।  এসময় কয়েকজন যুবক পাশে থাকা এক ভিক্ষুকের লাঠি নিয়ে সিয়ামের উপর অতর্কিত হামলা চালায়। এতে সিয়ামের মাথা ফেঁটে রক্ত ঝড়তে থাকে। তাকে বেধরক মারধোর করতে থাকে। পরে সে দৌড়ে নিজেকে রক্ষা করতে জজ কোর্টের ভেতরে গিয়ে সিডি রুমের সামনে গিয়ে পড়ে যায়। এসময় সন্ত্রাসীরা সেখান থেকে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে বাড়িতে পাঠানো হয়।

নরসিংদীর কোর্ট পরিদর্শক সাইরুল ইসলাম বলেন,  প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার বিরোধে তার উপর হামলার ঘটনা ঘটেছে।  আর এঘটনায় পুলিশের কোন গাফিলতি থাকলে তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আইন-আদালত বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com