ছবি: সংগৃহীত
ফেনীর সোনাগাজীর চরমজলিশপুরে চলাচলের রাস্তা নির্মাণ না হলে আগামী জাতীয় নির্বাচনে ভোটকেন্দ্রে না যাওয়ার ঘোষণা দিয়েছেন জেলে সম্প্রদায়ের পরিবারের মানুষরা। বুধবার (২৬ নভেম্বর) সকালে চরমজলিশপুর ঈদগাঁ সংলগ্ন এলাকায় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ট্রাস্ট আয়োজিত মানববন্ধনে এ ঘোষণা দেওয়া হয়।মানববন্ধনে তারা জানান, ভোটের আগে সব দল নির্বাচনের জন্য বাড়ির রাস্তা নির্মাণের আশ্বাস দিয়ে যায়, কিন্তু ভোটের পরে কেউ খোঁজ নেয় না। “বিগত ৫০ বছর ধরে আমরা বারবার বোকা বানানো হয়েছি। এবার কারও আশ্বাসে আমরা ভোটকেন্দ্রে যাব না,” বলে তারা উল্লেখ করেন।জেলে সম্প্রদায়ের মানুষরা আরও জানান, দীর্ঘদিন ধরে চলাচলের রাস্তার অভাবে তারা নানা কষ্টে বসবাস করে আসছেন। স্কুল পড়ুয়া ছেলেমেয়েরা বাঁশের সাঁকো পার হয়ে বিদ্যালয়ে যেতে বাধ্য, যা শারীরিকভাবে ঝুঁকিপূর্ণ এবং বইপুস্তকও ভিজে যায়। কেউ মারা গেলে শ্মশানে নিয়ে যাওয়া কঠিন হয়ে যায়। মানববন্ধনে প্রায় ৫ শতাধিক পরিবার অংশগ্রহণ করে রাস্তার সমস্যার দ্রুত সমাধানের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
চরমজলিশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাফেজ আবুল বশর বলেন, “বিগত ১৭ বছর যারা ক্ষমতায় ছিল, তারা বারবার আশ্বাস দিয়েও এই রাস্তা নির্মাণ করেনি। ইতিমধ্যে আমরা বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেছি এবং আশা করি অল্প সময়ের মধ্যে সমস্যার সমাধান হবে।”
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com