ঢাকা, ১৮ অক্টোবর, ২০২৫
মাসুম হোসেন অন্তু, (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
প্রকাশিত : ১২:৪৬ পিএম, ০৫ জুলাই ২০২৫
Digital Solutions Ltd

দুধের চেয়ে যেন কোনক্রমেই গোখাদ্যের দাম বেশী না হয়: প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।

প্রকাশিত : ১২:৪৬ পিএম, ০৫ জুলাই ২০২৫

মাসুম হোসেন অন্তুর পাঠানো ছবি

মাসুম হোসেন অন্তু, (সিরাজগঞ্জ) প্রতিনিধি :

 সিরাজগঞ্জের শাহজাদপুরে খামারীদের দুধের দাম বাড়ানোর প্রতিশ্রতি দিয়ে মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, দুধের চেয়ে যেন কোনক্রমেই গোখাদ্যের দাম বেশী না হয়। খামারীরা অনেক কষ্ট করে পশু লালন পালন করে যদি দুধের দাম ঠিকমত না পান তাহলে কোন স্বার্থকতা থাকে না। তাই খামারীদের কথা চিন্তা করে এবং গোখাদ্যের দামের কথা চিন্তা করে দুধের দাম বাড়ানো হবে। শনিবার বিকেলে পোতাজিয়া ইউনিয়নের রাউতরা বাথান এলাকায় প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল আয়োজিত এলডিডিপি পিজি খামারী সমাবেশ ও মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মৎস ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।

এসময় তিনি খামারীদের উদ্দেশ্যে আরও বলেন, পাবনা-সিরাজগঞ্জ এলাকায় দেশের সবচেয়ে বেশী পশু পালন করা হয়। দেশ ও দেশের বাইরে মাংস ও দুধের চাহিদা পুরণ হয় এই অঞ্চল থেকে। তাই এই অঞ্চলের পশু যেন খোড়া এবং জ্বরা রোগ থেকে মুক্ত থাকে তার জন্য ভ্যাকশিন সংগ্রহ করতে হবে। আর ভ্যাকশিন সরবোরাহ করা সরকারের দায়িত্ব। এটা কোন দয়া নয় বরং খামারিদের এটা অধিকার। খামারীরা তাদের অধিকার আদায় করে নেবে। তাহলে সারা দুনিয়াকে বলা যাবে এই অঞ্চলের পশু সুস্থ এবং এর মাংস এবং দুধ উৎকৃষ্ট মানের।

প্রধান অতিথি আরও বলেন, জুলাই আন্দোলনের মাধ্যমে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। এদেশের বড় বড় রাজনৈতিক দল যা করতে পারেনি তা আমাদের দেশের ছোট ছোট ছেলেমেয়েরা করে দেখিয়েছে। তাই আগে কি হয়েছে তা নিয়ে হিনমন্যতায় না ভুগে আপনারা আপনাদের অধিকার আদায় করে নিবেন।

শনিবার বিকেলে পোতাজিয়া ইউনিয়নের রাউতরা বাথান এলাকায় প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল আয়োজিত এলডিডিপি পিজি খামারী সমাবেশ ও মত বিনিময় সভায় সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে এবং প্রাণীসম্পদ সম্প্রসারন অফিসার ডা. সোনালী খাতুনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. এ কে এম আনোয়ারুল হক।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রাণীসম্পদ অধিদপ্তরের মহা পরিচালক ড. মো. আবু সুফিয়ান, প্রাণীসম্পদ অধিদপ্তরের সম্প্রসারন পরিচালক ডাঃ শামসুন্নাহার আহম্মদ,  প্রাণীসম্পদ অধিদপ্তরের  পরিচালক এ বি এম আব্দুর রাজ্জাক , এলডিডিপি প্রকল্প পরিচালক ডাঃ জসিম উদ্দিন, রাজশাহী বিভাগীয় পরিচালক ড. আনন্দ কুমার অধিকারী, শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো. বিল্লাল হোসেন বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক জাকারিয়া জিহাদ, ফারজানা মিমি প্রমুখ ।

অর্থনীতি বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক
মোজাম্মেল দিলন

প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com

শিরোনাম ক্ষমতা হস্তান্তরই উপদেষ্টাদের দায়মুক্তি সম্ভব নয় শিরোনাম নাগরপুরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রতিটি মন্দিরে শতভাগ নিরাপত্তা নিশ্চিতকরণে আইপি ক্যামেরা বিতরণ শিরোনাম আমতলীতে রোপন কৃত আমন ধানের চাড়া নস্ট করায় শাস্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল। শিরোনাম জিডি"র ৬২ দিনেও ফোন উদ্ধার হয়নি এনামুল হকে"র শিরোনাম সুবর্ণচ চরবাটা বাঁশখালী সুইজ গেইট জামে মসজিদ কেন্দ্রের প্রাক-প্রাথমিকের এর শিক্ষকের অবৈধভাবে নিয়োগ নেয়ার বিরুদ্ধে অভিযোগ উঠেছে শিরোনাম বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত!