রাঙ্গাবালীতে কিশোরী ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার।
পটুয়াখালীর রাঙ্গাবালীতে কওমি মাদ্রাসায় পড়ুয়া এক কিশোরীকে ধর্ষন চেষ্টার অভিযোগে আবুল প্যাদা (৩২) নামের এক জেলেকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রাতে চরমোন্তাজ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে গতকাল বিকালে ওই কিশোরী নিজে বাদী হয়ে আবুল প্যাদার নামে একটি ধর্ষন চেষ্টার মামলা দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বেশ কয়েকদিন যাবৎ প্রতিবেশী আবুল প্যাদা ওই কিশোরীকে কুপ্রস্তাব দিয়ে আসছিলো। গত রবিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ওই কিশোরী নিজ বতসঘরের পেছনের টয়লেটে প্রকৃতির ডাকে সাড়া দিতে যান। এসময় আবুল প্যাদা সেখানে পৌছে ওই কিশোরীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। তাৎক্ষনিক কিশোরীর ডাক চিকৎকারে স্থানীয়রা এগিয়ে এসে আবুল প্যাদাকে হাতেনাতে ধরে ফেলে।
রাঙ্গাবালী থানার ওসি এমারৎ হোসেন জানান, ওই কিশোরী নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি রুজু করেছেন। আসামীকে আদালতে প্রেরনের প্রক্রিয়া চলছে।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com