বেরোবিতে সেলুন,লন্ড্রি ও স্টেশনারি দোকানের উদ্বোধন
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) আবাসিক শিক্ষার্থীদের জন্য সেলুন, লন্ড্রি ও স্টেশনারী দোকান উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৪ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার উত্তর পার্শ্বে তিনটি আবাসিক হল এবং আবাসিক শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সুবিধার জন্য এসব দোকান উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী।
এ সময় তিনি বলেন, শিক্ষার্থীদের সুবিধার জন্য তিনটি আবাসিক হলের মধ্যবর্তী স্থানে এই তিনটি দোকান উদ্বোধন করা হলো। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রয়োজনীয় এ ধরনের দোকানের সুবিধা না থাকায় শিক্ষার্থীদের কষ্ট করে দূরে যেতে হতো। সেলুন, লন্ড্রি ও স্টেশনারী দোকানের ব্যবস্থা থাকলে তারা সহজেই এখন থেকে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করতে পারবে।
উপাচার্য বলেন, শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও তাদের প্রয়োজনীয়তা এসব দোকান থেকে পূরণ করতে পারবেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর রশিদ, প্রক্টর ড. মোঃ ফেরদৌস রহমান, পরিবহন পুলের পরিচালক মোঃ মাসুদ রানাসহ শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক
মোজাম্মেল দিলন
প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।
নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com
©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com