ফিলিস্তিনিদের উচ্ছেদের প্রস্তাব প্রত্যাখ্যান করল সৌদি
নিজ ভূমি থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে সৌদি আরব। গাজায় ইসরায়েলের আগ্রাসন বন্ধে তুরস্কের আন্তালিয়াতে অনুষ্ঠিত বিভিন্ন দেশের মন্ত্রী পর্যায়ের বৈঠকে সৌদি আরবের এমন অবস্থান তুলে ধরেন গিয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান।
শুক্রবার (১১ এপ্রিল) এক প্রতিবেদন এ তথ্য জানায় সৌদি গেজেট।
প্রতিবেদন অনুযায়ী, বৈঠকে সৌদি পররাষ্ট্রমন্ত্রী জানান, ফিলিস্তিনের গাজায় বাসিন্দাদের বেঁচে থাকার ন্যূনতম প্রয়োজনীয় জিনিসপত্র থেকে বঞ্চিত করা হচ্ছে।
ফয়সাল বিন ফারহান বলেন, যুদ্ধবিরতি চুক্তির সঙ্গে গাজায় নিত্যপ্রয়োজনীয় পণ্য প্রবেশকে কোনোভাবেই মেলানো যাবে না।
গাজায় যেন কোনো বাধা ছাড়া খাদ্য ও অন্যান্য পণ্য প্রবেশ করে সেটি নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।
একইসঙ্গে গাজায় যুদ্ধবিরতির জন্য মধ্যস্থকারীর দায়িত্ব পালন করা মিশর, কাতার ও যুক্তরাষ্ট্রের প্রতি আস্থা আছে বলেও জানিয়েছেন প্রিন্স ফয়সাল বিন ফারহান।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com