ঢাকা, ০৪ এপ্রিল, ২০২৫
বাকৃবি প্রতিনিধি: :
প্রকাশিত : ১২:২৫ পিএম, ১৬ মার্চ ২০২৫
Digital Solutions Ltd

শহীদদের স্মরণে পদযাত্রার আয়োজন করেছে বাকৃবি ছাত্রদল

প্রকাশিত : ১২:২৫ পিএম, ১৬ মার্চ ২০২৫

শহীদদের স্মরণে পদযাত্রার আয়োজন করেছে বাকৃবি ছাত্রদল

বাকৃবি প্রতিনিধি: :

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রদলের উদ্যোগে মার্চ '৭১ থেকে জুলাই-আগস্ট '২৪ পর্যন্ত সকল শহীদদের স্মরণে ‘পদযাত্রা’ আয়োজন করা হয়েছে।

রবিবার (১৬ মার্চ) বাকৃবি শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. তরিকুল ইসলাম তুষার ও ছাত্রদল নেতা শাহিনের নেতৃত্বে ওই পদযাত্রার আয়োজন করা হয়।

পদযাত্রা শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে তুষার বলেন, ১৯৭১ সালের মার্চ মাসে মুক্তিযুদ্ধ শুরুর প্রথম প্রহরেই মেজর জিয়াউর রহমান নিজেকে প্রোভিশনাল প্রেসিডেন্ট হিসেবে উল্লেখ করে প্রথম স্বাধীনতার ঘোষণা দেন। ২৫ মার্চ মধ্যরাতে নিরস্ত্র জনগণের ওপর পাকিস্তানি হানাদার বাহিনীর হামলায় বেঘোরে প্রাণ হারান অসংখ্য মানুষ। বাঙালির এই দুঃসময়ে জীবনবাজি রেখে প্রবল বিক্রমে হানাদার বাহিনীর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েন মেজর জিয়াউর রহমান। চট্টগ্রামে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে প্রচারিত তার স্বাধীনতার ঘোষণায় উদ্বেলিত জনগণ সাহসের সঙ্গে হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। স্বাধীনতার ঘোষণা দিয়েই ক্ষান্ত থাকেননি তিনি। ‘উই রিভোল্ট’ হুংকার দিয়ে নিজেও নেতৃত্ব দেন সশস্ত্র সংগ্রামে।

তুষার আরও বলেন, ঠিক তেমনই জনাব তারেক রহমানের নেতৃত্বে ও নির্দেশে বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী জনগণ ২৪-এর গণ-অভ্যুত্থানে জীবন বাজি রেখে ঝাঁপিয়ে পড়ে এবং বিজয় ছিনিয়ে আনে। ২৪-এর অভ্যুত্থানের একজন সম্মুখ যোদ্ধা হিসেবে, শহীদ জিয়ার আদর্শের সৈনিক হিসেবে আমি জনাব তারেক রহমানের নেতৃত্ব ও নির্দেশনা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করি। ৭১-এর পাশাপাশি ২৪-এর শহীদ এবং ত্যাগীদের আমরা যেন ভুলে না যাই, তাই তাদের স্মরণে এ পদযাত্রা।

তিনি আরও বলেন, একটি দল বা গোষ্ঠী বিভিন্ন মব বা বিশৃঙ্খলা তৈরি করে, বট বাহিনীর দ্বারা ট্যাগিংয়ের মাধ্যমে ৭১ এবং ২৪-এর অর্জনকে বিতর্কিত করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাই এ বিষয়ে সাধারণ ছাত্রসমাজকে আরও সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। ৭১, ৯০, ২৪-এর চেতনা সমুন্নত রাখতে বাকৃবি ছাত্রদল বদ্ধপরিকর।

 

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক
মোজাম্মেল দিলন

প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com

শিরোনাম সাতক্ষীরার দেবহাটায় চাঁদপুরের মারকাজ মসজিদের ইমামকে লাঞ্ছিত করায় প্রতিবাদ সমাবেশ শিরোনাম ৫০০ টাকায় বিয়ে বাড়ীতে ভাড়া দেওয়া হলো প্রাথমিক বিদ্যালয়ের বেঞ্চ। শিরোনাম আখাউড়ায় ট্রেনের ছাদে টিকটক ভিডিও বানাতে গিয়ে নিচে পড়ে তরুণের মৃত্যু, গুরুতর আহত ৩ শিরোনাম ভূরুঙ্গামারীতে জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত শিরোনাম নির্বাচন নিয়ে ফজলুর রহমানের হুঁশিয়ারি শিরোনাম নরসিংদীতে তুচ্ছ ঘটনায় ৪ জনকে কুপিয়ে জখম,একজনের গলা কেটে হত্যার চেষ্টা!!!