ঢাকা, ৩১ জুলাই, ২০২৫
জান্নাতুল ফেরদৌসী শ্রাবন্তী :
প্রকাশিত : ০২:৫৮ এএম, ২৯ জুলাই ২০২৫
Digital Solutions Ltd

‘মেয়র হতে না পেরে ইশরাক ভাই দখল করা টিভি দিয়ে প্রোপাগান্ডা ছড়াচ্ছেন’

প্রকাশিত : ০২:৫৮ এএম, ২৯ জুলাই ২০২৫

আসিফ মাহমুদ ও ইশরাক হোসেন ছবি: সংগৃহীত

জান্নাতুল ফেরদৌসী শ্রাবন্তী :

বিএনপি নেতা ইশরাক হোসেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ নিতে না পেরে কায়েমি স্বার্থবাদী গোষ্ঠীর সঙ্গে মিলে অপপ্রচারে লিপ্ত হয়েছেন বলে অভিযোগ তুলেছেন যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

মঙ্গলবার (২৯ জুলাই) নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।

আসিফ মাহমুদ তার পোস্টে দাবি করেন, “থানায় হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে দায়ের করা মামলায় কেউ গ্রেপ্তার হলে তার দায়ও এখন আমার ওপর চাপানো হচ্ছে। মুরাদনগরের ট্রিপল মার্ডার মামলায় শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের ভাই শাহ জুন্নুন বুশরীর প্রত্যক্ষ সংশ্লিষ্টতা রয়েছে। ঘটনার পর তাকে সামাজিক যোগাযোগমাধ্যমে উল্লাস করতে দেখা গেছে। এরপরও আমার নাম জড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে, অথচ গত তিন মাস ধরে আমি বা আমার পরিবারের কেউ এলাকায় যাইনি।”

তিনি আরও লেখেন, “কোর্টের মারপ্যাঁচ ও সরকারি সিদ্ধান্তে মেয়র না হতে পারায় ইশরাক হোসেন এখন কায়কোবাদ সাহেবের সঙ্গে জোট বেঁধে একটি টিভি চ্যানেলের মাধ্যমে এসব প্রোপাগান্ডা চালাচ্ছেন। সেখানে জুলাই মাসের গণঅভ্যুত্থান-সংশ্লিষ্ট একটি হত্যা মামলার এক অভিযুক্তকে ‘ভিক্টিম’ হিসেবে উপস্থাপন করা হচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক।”

রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত চক্রান্তের শিকার হচ্ছেন দাবি করে আসিফ মাহমুদ বলেন, “মুরাদনগরে আমি ভবিষ্যতে এমপি নির্বাচন করতে পারি—এই আশঙ্কাতেই কায়কোবাদ পরিবার বেপরোয়া হয়ে উঠেছে। অথচ আমার এমপি হবার কোনো আকাঙ্ক্ষা নেই। আমি শুধু এলাকার মানুষকে সন্ত্রাস, চাঁদাবাজি থেকে মুক্তি দিতে চেয়েছি। কিন্তু সেটিও এখন সম্ভব বলে মনে হচ্ছে না।”

তিনি বলেন, “একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান হিসেবে আমার নেই কোনো এস্টাবলিশমেন্ট ব্যাকআপ, নেই ফাইনান্সিয়াল শক্তি। শুধু মানুষের পাশে দাঁড়াতে গিয়ে আজ আমি হয়ে উঠেছি ক্ষমতাশালীদের টার্গেট।”

পোস্টের শেষাংশে তিনি উল্লেখ করেন, “মিডিয়া কারা দখলে রেখেছে তা বোঝাই যাচ্ছে। এখন থানা ভাঙচুরকারী, হত্যা মামলার আসামি ও উল্লাসকারীরা হয়ে উঠছে ‘ভিক্টিম’, আর আসিফ মাহমুদ হয়ে যাচ্ছেন ‘ভিলেন’। মাফিয়াদের এই খেলায় সাধারণ মানুষের কণ্ঠ যেন আর শোনা যাচ্ছে না।”

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক
মোজাম্মেল দিলন

প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com

শিরোনাম আগামী ৫-৬ দিন খুবই গুরুত্বপূর্ণ: প্রেস সচিব শিরোনাম খালেদা জিয়ার কণ্ঠ নকল করে চাঁদাবাজির অভিযোগে ১৩ ব্যাংক হিসাব ফ্রিজ শিরোনাম শ্বশুরবাড়ি থেকে আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার শিরোনাম জিএম কাদেরের উপর নিষেধাজ্ঞা, অব্যাহতপ্রাপ্ত নেতারা স্বপদে বহাল শিরোনাম কলাপাড়ায় পারিবারিক কলহে অভিমান করে স্বামীর আত্মহত্যা শিরোনাম দ্রুত স্থায়ী ক্যাম্পাসের দাবিতে আজকে ধর্মঘটের ডাক দিলেন  রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা