নয়ন ইসলাম মানজার পাঠানো ছবি
পটুয়াখালীর কলাপাড়ায় পারিবারিক কলহের জেরে স্ত্রীর সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন নুর উদ্দিন (৩০) নামের এক যুবক। বুধবার সকালে কলাপাড়া থানা পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতের কোনো এক সময় কলাপাড়া পৌর শহরের বাদুরতলী এলাকায় নিজ ঘরে গলায় ফাঁস দেন তিনি। নিহত নুর উদ্দিন ওই এলাকার ফারুক মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কিছুদিন আগে স্ত্রীর সাথে ঝগড়ার পর তিনি বাবার বাড়ি চলে যান এবং নুর উদ্দিনকে তালাক দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। এ ঘটনার পর থেকে নুর উদ্দিন মানসিকভাবে ভেঙে পড়েন। অবশেষে পারিবারিক দুঃখ-কষ্ট সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেন।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে দুপুরে পটুয়াখালী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক
মোজাম্মেল দিলন
প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।
নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com
©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com