মো আব্দুল্লাহ আনন্দের পাঠানো ছবি
রংপুরের কাউনিয়ায় আলোচিত মাসুদার হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামিসহ মোট ৫ জনকে গ্রেফতার করেছে র্যাব। গত বুধবার র্যাব-১৩, সিপিএসসি রংপুরের নেতৃত্বে র্যাব-১ (গাজীপুর) ও র্যাব-৬ (খুলনা) এর আভিযানিক দল পৃথক যৌথ অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করে।
র্যাব জানায়, জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে গত ১৮ জুলাই বিকাল সাড়ে ৫টার দিকে রংপুরের কাউনিয়ায় মাসুদার রহমানকে প্রতিপক্ষরা নির্মাণকাজে বাধা দেওয়ায় এলোপাতাড়ি মারধর করে। একপর্যায়ে ২ নম্বর আসামি হাঁসুয়া দিয়ে ঘাড়ে কোপ মারলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানী-য়রা তাকে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বড় ভাই বাদী হয়ে কাউনিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে আসামিরা পলাতক ছিল। হত্যার পর এলাকায় ও গণমাধ্যমে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় র্যাব-১৩, র্যাব-১ ও র্যাব-৬ এর যৌথ আভিযানিক দল বুধবার দুপুরে গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন চন্দ্রা টু নবীনগর সড়ক ও চন্দ্রা ফ্লাইওভার এলাকায় পৃথক অভিযানে চারজনকে গ্রেফতার করে। গ্রেফতার কৃতরা হলেন - মোঃ আব্দুল লতিফ মিয়া, মোছাঃ লাইলী বেগম, মোঃ শহিদুল ইসলাম, মোঃ হাকিম আলী। তারা সকলেই রংপুরের কাউনিয়া উপজেলার নাজিরদহ বকুলতলা ও সাধু কুটিরপাড়া এলাকার বাসিন্দা। পরে রাতে র্যাব-১৩, র্যাব-৬ ও র্যাব-১ এর আরেকটি যৌথ দল বাগেরহাট সদর মডেল থানার ভিভিআইপি মোড় এলাকায় অভিযান চালিয়ে আসামি মোঃ সাইফুল ইসলামকে গ্রেফতার করে।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক
মোজাম্মেল দিলন
প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।
নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com
©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com