ঢাকা, ৩১ জুলাই, ২০২৫
জান্নাতুল ফেরদৌসী শ্রাবন্তী :
প্রকাশিত : ০৩:১৯ এএম, ২৭ জুলাই ২০২৫
Digital Solutions Ltd

‘চলতি জুলাই মাসের মধ্যেই জুলাই সনদ না দিলে, দেশে কোনো নির্বাচন হতে দেয়া হবে না’

প্রকাশিত : ০৩:১৯ এএম, ২৭ জুলাই ২০২৫

ছবি: সংগৃহীত

জান্নাতুল ফেরদৌসী শ্রাবন্তী :

‘জুলাই ২৪ শহীদ’ পরিবারগুলোর সদস্যরা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, চলতি জুলাই মাসের মধ্যেই ‘জুলাই সনদ’ প্রকাশ করা না হলে দেশে কোনো নির্বাচন হতে দেয়া হবে না। একইসাথে সরকারের বিরুদ্ধে রাজপথে নামারও ঘোষণা দিয়েছেন তারা।

শনিবার বিকেলে রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এক স্মরণসভায় এসব কথা বলেন শহীদ পরিবারের সদস্যরা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

‘জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি’ এবং ‘ন্যাশনাল ইউথ অ্যালায়েন্স বাংলাদেশ’-এর যৌথ আয়োজনে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত থাকলেও উপস্থিত হননি সংগঠনের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। এতে তীব্র ক্ষোভ প্রকাশ করেন শহীদ পরিবারগুলোর সদস্যরা।

তারা বলেন, “যদি না আসেন, তাহলে অন্তত আগে জানানো উচিত ছিল। আমাদের সময় মূল্যবান। আমরা উপদেষ্টা মণ্ডলীর প্রতি ধিক্কার জানাই।”

শহীদ পরিবারের সদস্যরা অভিযোগ করেন, “একটি অভ্যুত্থানের পর একটি বিপ্লবী সরকার গঠনের কথা ছিল। কিন্তু এক বছর পেরিয়ে গেলেও হত্যাকাণ্ডের বিচার আজও দৃশ্যমান নয়। আগস্টের প্রথম সপ্তাহের মধ্যেই সরকার যদি জুলাই সনদ প্রকাশে ব্যর্থ হয়, তাহলে আমরা রাজপথে নামবো—এটা সরকারের জন্য হবে লজ্জাজনক।”

স্মরণসভায় অংশ নেওয়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও একই সুরে সরকারের উদ্দেশে হুঁশিয়ারি দেন। তারা বলেন, “এই অন্তর্বর্তীকালীন সরকার যদি শহীদ পরিবারের সঙ্গে বসে আলোচনা না করে এবং সনদ প্রকাশ না করে, তবে তাদেরকে চেয়ার থেকে নামতে বাধ্য করা হবে।”

জামায়াতে ইসলামীর আমির স্মরণসভায় বলেন, “শহীদ পরিবারগুলো কারো কাছে ভিক্ষা চায় না। তারা সম্মানের সঙ্গে বাঁচতে চায়। প্রতিটি পরিবারকে উপযুক্ত বিবেচনায় চাকরি ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে—এটা কোনো কোটা নয়, বরং তাদের আত্মত্যাগের প্রতি সম্মানের প্রতীক।”

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর বলেন, “দুনিয়ার কোনো কিছুর বিনিময়ে শহীদ পরিবারের ক্ষতিপূরণ সম্ভব নয়। তারা তাদের জীবনের শ্রেষ্ঠ সম্পদ হারিয়েছেন। পৃথিবীর সমস্ত সম্পদের বিনিময়েও শহীদদের আত্মত্যাগের মূল্য শোধ করা যাবে না।”

স্মরণসভা থেকে আবারও দৃঢ় বার্তা দেওয়া হয়—জুলাই সনদ প্রকাশে ব্যর্থ হলে দেশে কোনো নির্বাচন হতে দেয়া হবে না।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক
মোজাম্মেল দিলন

প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com

শিরোনাম খালেদা জিয়ার কণ্ঠ নকল করে চাঁদাবাজির অভিযোগে ১৩ ব্যাংক হিসাব ফ্রিজ শিরোনাম শ্বশুরবাড়ি থেকে আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার শিরোনাম জিএম কাদেরের উপর নিষেধাজ্ঞা, অব্যাহতপ্রাপ্ত নেতারা স্বপদে বহাল শিরোনাম কলাপাড়ায় পারিবারিক কলহে অভিমান করে স্বামীর আত্মহত্যা শিরোনাম দ্রুত স্থায়ী ক্যাম্পাসের দাবিতে আজকে ধর্মঘটের ডাক দিলেন  রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা  শিরোনাম কাউনিয়ার জমি নিয়ে বিরোধ হাসপাতালে ছাত্রদল নেতার মৃত্যু