ঢাকা, ৩১ জুলাই, ২০২৫
জান্নাতুল ফেরদৌসী শ্রাবন্তী :
প্রকাশিত : ০২:৪৬ এএম, ২৯ জুলাই ২০২৫
Digital Solutions Ltd

টেলিগ্রামে সক্রিয় আওয়ামী লীগ, হাসিনার সঙ্গে কথা বলতে টাকা নিচ্ছেন কাদের

প্রকাশিত : ০২:৪৬ এএম, ২৯ জুলাই ২০২৫

ফাইল ছবি

জান্নাতুল ফেরদৌসী শ্রাবন্তী :

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার ঐতিহাসিক আন্দোলনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগ করে ভারতে আশ্রয় নেন। তার এই প্রস্থানের পরপরই বাংলাদেশে তার নেতৃত্বাধীন দল আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়। তবে নিষিদ্ধ অবস্থায়ও দলটি টেলিগ্রাম প্ল্যাটফর্মকে কেন্দ্র করে গোপনে সাংগঠনিক তৎপরতা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮

দলটির অভ্যন্তরীণ কয়েকটি সূত্র নিউজ১৮-কে জানিয়েছে, বর্তমানে আওয়ামী লীগ একাধিক সংকটে রয়েছে—বিশেষ করে আর্থিক দুর্নীতি, দলের অভ্যন্তরে নেতৃত্ব সংকট এবং সরকারের নজরদারির চাপে দিশেহারা হয়ে পড়েছে সংগঠনটি। নিষিদ্ধ হওয়ার পর থেকে টেলিগ্রাম গ্রুপগুলোই হয়ে উঠেছে আওয়ামী লীগের প্রধান ভার্চ্যুয়াল সংগঠনীক প্ল্যাটফর্ম। প্রতিদিন রাত ৯টা থেকে গভীর রাত পর্যন্ত এসব গ্রুপে চলে অনলাইন বৈঠক, যেখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সাবেক ও বর্তমান সংসদ সদস্য, বিভাগীয় ও জেলা-উপজেলা পর্যায়ের নেতারা যুক্ত থাকেন। কোনো কোনো গ্রুপে সদস্যসংখ্যা ২০ থেকে ৩০ হাজারের বেশি।

সূত্র বলছে, এসব ভার্চ্যুয়াল বৈঠকে মাঝে মাঝে শেখ হাসিনাও যুক্ত হন, তবে কারা তার সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পাবেন, তা নিয়ে আর্থিক লেনদেন হচ্ছে বলে গুরুতর অভিযোগ উঠেছে। এই অভিযোগের কেন্দ্রে রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অভিযোগ রয়েছে, তিনি একাধিক টেলিগ্রাম গ্রুপ নিজের নিয়ন্ত্রণে রেখে তা রাজনৈতিক প্রভাব এবং ব্যক্তিস্বার্থে ব্যবহার করছেন।

তবে সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হলো, এসব টেলিগ্রাম গ্রুপে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার সদস্য এবং নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের সমর্থকদের অনুপ্রবেশ ঘটেছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দলের ভেতরের নেতারা। তারা দাবি করছেন, এসব অনুপ্রবেশকারীরা গোপনে কথোপকথন রেকর্ড করছে এবং তা ব্যবহার করে রাজনৈতিক নেতাদের চিহ্নিত ও গ্রেপ্তার করার প্রক্রিয়া চালানো হচ্ছে। এক জ্যেষ্ঠ নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, “ধানমন্ডি ৩২” নামে একটি জনপ্রিয় গ্রুপে কিছু খোলামেলা সমালোচনার পরই কয়েকজন নেতাকে গ্রেপ্তার করা হয়। তখনই বিষয়টি গভীরভাবে অনুধাবন করা সম্ভব হয়।

এই পরিস্থিতিতে টেলিগ্রামের সাইবার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে দলীয় কর্মীদের সবাইকে VPN ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। গোপনীয়তা বজায় রাখা এবং তথ্য ফাঁস রোধে দলীয় যোগাযোগের প্রতিটি ধাপেই বাড়ানো হয়েছে নজরদারি।

এদিকে গণমাধ্যম সূত্র বলছে, শেখ হাসিনা গোটা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং দলের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে বড় ধরনের পরিবর্তনের কথা ভাবছেন। তিনি চান না যে দল কেবল 'কিবোর্ড যোদ্ধা'র ভূমিকায় আটকে থাকুক; বরং মাঠপর্যায়ে সক্রিয় হয়ে জনগণের সঙ্গে সংযোগ স্থাপন করুক।

দলীয় অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে, ভার্চ্যুয়াল ভিত্তিক প্রথম ধাপ অতিক্রম করে এখন আওয়ামী লীগ সরাসরি রাস্তায় নামার পরিকল্পনা করছে। প্রতিটি জেলা ও মহানগরে গঠন করা হচ্ছে ‘প্রতিরোধ কমিটি’, যার নেতৃত্বে থাকবেন বিভাগীয় সংগঠক, যুগ্ম সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় নেতারা। উদ্দেশ্য—সরকারি দমন-পীড়নের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা এবং দলের অস্তিত্ব রক্ষায় মাঠপর্যায়ে সক্রিয় হওয়া।

আওয়ামী লীগের এক নেতা বলেন, “এক বছর হয়ে গেল ভার্চ্যুয়াল আলোচনায়। এবার সময় এসেছে রাস্তায় নামার। জনগণের অধিকার ও দলের অস্তিত্ব রক্ষায় বাস্তব আন্দোলনের কোনো বিকল্প নেই।”

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক
মোজাম্মেল দিলন

প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com

শিরোনাম খালেদা জিয়ার কণ্ঠ নকল করে চাঁদাবাজির অভিযোগে ১৩ ব্যাংক হিসাব ফ্রিজ শিরোনাম শ্বশুরবাড়ি থেকে আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার শিরোনাম জিএম কাদেরের উপর নিষেধাজ্ঞা, অব্যাহতপ্রাপ্ত নেতারা স্বপদে বহাল শিরোনাম কলাপাড়ায় পারিবারিক কলহে অভিমান করে স্বামীর আত্মহত্যা শিরোনাম দ্রুত স্থায়ী ক্যাম্পাসের দাবিতে আজকে ধর্মঘটের ডাক দিলেন  রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা  শিরোনাম কাউনিয়ার জমি নিয়ে বিরোধ হাসপাতালে ছাত্রদল নেতার মৃত্যু