ঢাকা, ৩১ জুলাই, ২০২৫
জান্নাতুল ফেরদৌসী শ্রাবন্তী :
প্রকাশিত : ০৩:৫৭ এএম, ২৭ জুলাই ২০২৫
Digital Solutions Ltd

বিগত তিনটি নির্বাচনেই ভুয়া জনপ্রতিনিধিরা দেশ পরিচালনা করেছে : মঈন খান

প্রকাশিত : ০৩:৫৭ এএম, ২৭ জুলাই ২০২৫

ছবি: সংগৃহীত

জান্নাতুল ফেরদৌসী শ্রাবন্তী :

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, গত তিনটি জাতীয় নির্বাচনে জনগণের প্রকৃত প্রতিনিধি নয়— এমন সরকার ক্ষমতায় বসে স্বৈরশাসন কায়েম করেছিল। তবে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, বর্তমান অন্তর্বর্তী সরকার অবিলম্বে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে প্রকৃত জন-আকাঙ্ক্ষার প্রতিনিধিদের হাতে দেশের দায়িত্ব তুলে দেবে।

শনিবার (২৬ জুলাই) বিকেলে উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ও বিমান দুর্ঘটনায় নিহত ওকিয়া ফেরদৌস নিধির পরিবারের প্রতি সমবেদনা জানাতে গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তিনি নিধির বাসায় যান।

ড. মঈন খান বলেন, “আমরা বিশ্বাস করি, অন্তর্বর্তী সরকার অতিরিক্ত কার্যক্রমে না জড়িয়ে দেশের কল্যাণে আবশ্যকীয় সংস্কার সম্পন্ন করবে এবং দ্রুত একটি নিরপেক্ষ নির্বাচন আয়োজন করবে। জনগণের প্রকৃত প্রতিনিধি নির্বাচিত হলে, তারাই দেশকে সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবেন।”

তিনি আরও বলেন, “জনগণের দ্বারা নির্বাচিত সরকারই জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকে। আমরা কারও প্রতি অভিযোগ না জানিয়ে এই প্রত্যাশাই রাখি— ভবিষ্যতের সরকার যেন দায়িত্বশীলতার সঙ্গে দেশ পরিচালনা করে।”

এসময় তিনি বিমান দুর্ঘটনায় আহতদের সুচিকিৎসা এবং নিহতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের দাবি জানান।

সঙ্গে ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর এবং এম কফিল উদ্দিন আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক
মোজাম্মেল দিলন

প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com

শিরোনাম খালেদা জিয়ার কণ্ঠ নকল করে চাঁদাবাজির অভিযোগে ১৩ ব্যাংক হিসাব ফ্রিজ শিরোনাম শ্বশুরবাড়ি থেকে আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার শিরোনাম জিএম কাদেরের উপর নিষেধাজ্ঞা, অব্যাহতপ্রাপ্ত নেতারা স্বপদে বহাল শিরোনাম কলাপাড়ায় পারিবারিক কলহে অভিমান করে স্বামীর আত্মহত্যা শিরোনাম দ্রুত স্থায়ী ক্যাম্পাসের দাবিতে আজকে ধর্মঘটের ডাক দিলেন  রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা  শিরোনাম কাউনিয়ার জমি নিয়ে বিরোধ হাসপাতালে ছাত্রদল নেতার মৃত্যু