ফাইল ছবি
কার্যক্রম স্থগিত থাকা আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে দলের অভ্যন্তরে নতুন আলোচনা শুরু হয়েছে। দলীয় সূত্রগুলো জানায়, একটি গোপন বৈঠকে আওয়ামী লীগের বর্তমান সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পুত্র সজীব ওয়াজেদ জয়কে পরবর্তী সভাপতি হিসেবে বেছে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
দলের অভ্যন্তরীণ কিছু অংশে এই সিদ্ধান্ত নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। বিশেষ করে সংস্কারপন্থী নেতাদের মধ্যে জয়কে ঘিরে দীর্ঘদিন ধরেই অনীহা রয়েছে বলে জানা যায়। তারা মনে করেন, দেশের রাজনীতিতে তার সরাসরি সম্পৃক্ততা কম এবং গত সরকারের সময় বিভিন্ন বিতর্কিত ইস্যুতেও তার নাম এসেছে।
দলীয় মহলে আরও আলোচনা রয়েছে, ২০২৩ সালে শেখ হাসিনার ভারত গমনের সময় জয় দল থেকে নিজেকে সরিয়ে রাখার কথা বলেছিলেন, যা অনেকেই ‘অন্তর্নিহিত স্বার্থপরতা’ হিসেবে দেখছেন।
দীর্ঘ ৪৪ বছর ধরে আওয়ামী লীগের নেতৃত্ব দিয়ে আসা শেখ হাসিনার বিদায়ের প্রস্তুতি এবং সেই জায়গায় পুত্র জয়কে আনার পরিকল্পনা দলকে নতুন বিতর্কে ফেলেছে।
এদিকে, সরকার থেকে ক্ষমতাচ্যুত হওয়ার পর দলটির কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত হওয়ায় আওয়ামী লীগ এখন নেতৃত্ব সংকটে ভুগছে। এর পাশাপাশি, জুলাই মাসে সংঘটিত গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে আন্তর্জাতিক চাপও বাড়ছে। বিভিন্ন সূত্রে শেখ হাসিনার কথিত কল রেকর্ডসহ বেশ কিছু প্রমাণ প্রকাশ পাচ্ছে, যা নিয়ে তদন্ত ও সম্ভাব্য আন্তর্জাতিক বিচার কার্যক্রমের আশঙ্কাও রয়েছে।
দলটির ঘনিষ্ঠ পর্যবেক্ষকরা বলছেন, আগামী কয়েক মাস হতে পারে দলটির জন্য ‘চূড়ান্ত পরীক্ষার সময়’। তবে এই পরিস্থিতিতে শেখ হাসিনা তার পরিবারের উত্তরাধিকার নিশ্চিত করার যে কৌশল নিচ্ছেন, তা দল ও দেশের রাজনীতিতে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক
মোজাম্মেল দিলন
প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।
নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com
©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com