নয়ন ইসলাম মানজার পাঠানো ছবি
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় “জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ” এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে এ কর্মসূচির আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়।
সারাদেশের মতো রাঙ্গাবালীতেও ভিডিও কনফারেন্সের মাধ্যমে একযোগে শপথ গ্রহণ ও ‘জুলাই পুনর্জাগরণে’ শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
এ সময় সামাজিক নিরাপত্তা, নারী ও শিশুর মর্যাদা, মানবিক সাম্য এবং মুক্তিযুদ্ধের চেতনায় সমাজ বিনির্মাণ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব দাস পুরকায়স্থ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শামীম হাওলাদার।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাজাহান আলী
রাঙ্গাবালী প্রেসক্লাব সভাপতি মাহমুদ হাসান রাজীব
উপজেলা মেরিন ফিসারিজ অফিসার এস. এম. শাহাদাত হোসেন রাজু
উপজেলা পরিসংখ্যান অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আতিক ইসলাম
এছাড়াও, জুলাই আন্দোলনে অংশ নেওয়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, সামাজিক সংগঠনের কর্মী, এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানটি জাতীয় চেতনা ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে একটি সময়োপযোগী উদ্যোগ হিসেবে প্রশংসিত হয়।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক
মোজাম্মেল দিলন
প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।
নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com
©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com