ঢাকা, ১৪ অক্টোবর, ২০২৫
কাজী মাহমুদুল হাসান, নাটোর :
প্রকাশিত : ০৬:০৮ এএম, ২০ সেপ্টেম্বর ২০২৫
Digital Solutions Ltd

জুলাই গণঅভুত্থ্যানে নাটোরের চার শহীদকে নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ, শহীদ পরিবারের সংবাদ সম্মেলন

প্রকাশিত : ০৬:০৮ এএম, ২০ সেপ্টেম্বর ২০২৫

নিজস্ব প্রতিনিধি

কাজী মাহমুদুল হাসান, নাটোর :

জুলাই গণঅভুত্থ্যানে নিহত নাটোরের চার শহীদকে নিয়ে একটি জাতীয় দৈনিকের ষড়যন্ত্রের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন শহীদ পরিবারের সদস্যরা। সোমবার (১৫ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে নাটোরে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এ ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

শহীদ পরিবারের পক্ষ থেকে জানানো হয়, ওই জাতীয় দৈনিকটি তাদের প্রথম পাতায় সংবাদ প্রকাশ করে দাবি করেছে—নাটোরের তৎকালীন এমপি শফিকুল ইসলাম শিমুলের বাড়িতে আগুনে পুড়ে নিহত পাঁচজনের মধ্যে কেবল শাওন খান সিয়াম শহীদ, বাকি চারজনকে শহীদ হিসেবে গণ্য করা যাবে না। পত্রিকাটি আরও বলেছে, যারা পুলিশের গুলি বা আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় নিহত হননি তারা শহীদ নন।

শহীদ পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেন, এই সংবাদ প্রকাশের মাধ্যমে হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতাকর্মীদের বাঁচানোর অপচেষ্টা চলছে। তারা জানান, জুলাই গণঅভুত্থ্যানের সময় শহীদ মিকদাদ হোসেন খান আকিবের পিতা অধ্যক্ষ দেলোয়ার হোসেন খান আন্দোলনে সহযোগিতার অভিযোগে কারাগারে বন্দি ছিলেন। শহীদ শরিফুল ইসলাম মোহনের ছেলে ফারহান ফুয়াদকে আন্দোলনের সময় নির্যাতন করা হয়। একইভাবে শহীদ মেহেদী হাসান রবিন, মিকদাদ হোসেন খান আকিব ও শহীদ ইয়াসিন আলীও আন্দোলনের অংশ ছিলেন।

তারা আরও বলেন, ৬ আগস্ট ভোরে নাটোরের আলোচিত জান্নাতী প্যালেস থেকে আকিব, সিয়াম, ইয়াসিন আলী ও শরিফুল ইসলাম মোহনের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে অগ্নিকাণ্ডে আহত রবিন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এসব ঘটনায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এমপি শফিকুল ইসলাম শিমুলসহ বেশ কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। বর্তমান সরকার ও জুলাই স্মৃতি ফাউন্ডেশন তাদের শহীদ হিসেবে স্বীকৃতি দিয়েছে।

শহীদ পরিবারের অভিযোগ, নাটোরের একটি মহল আওয়ামী লীগের নেতাকর্মীদের বাঁচাতে পরিকল্পিতভাবে নতুন ষড়যন্ত্র শুরু করেছে। তারা বলেন, জুলাই গণঅভুত্থ্যান কোনো একদিনের ঘটনা নয়, বরং জুলাই থেকে আগস্ট পর্যন্ত ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যারা জীবন দিয়েছেন তারা সকলেই শহীদ। অথচ হঠাৎ করেই একটি পত্রিকা আগুনে পুড়ে নিহতদের শহীদ নয় বলে অপপ্রচার চালাচ্ছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, শহীদ মেহেদী হাসান রবিনের স্ত্রী ওয়াহিদা হাসান, শহীদ মিকদাদ হোসেন খান আকিবের পিতা অধ্যক্ষ দেলোয়ার হোসেন খান, শহীদ শরিফুল ইসলাম মোহনের ছেলে ফারহান ফুয়াদ, শহীদ ইয়াসিন আলীর পিতা ফজের আলী।

তারা সাংবাদিকদের আহ্বান জানান, সত্য প্রকাশে কলম চালিয়ে জুলাই গণঅভুত্থ্যানে নিহত শহীদদের মর্যাদা রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক
মোজাম্মেল দিলন

প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com

শিরোনাম ক্ষমতা হস্তান্তরই উপদেষ্টাদের দায়মুক্তি সম্ভব নয় শিরোনাম নাগরপুরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রতিটি মন্দিরে শতভাগ নিরাপত্তা নিশ্চিতকরণে আইপি ক্যামেরা বিতরণ শিরোনাম আমতলীতে রোপন কৃত আমন ধানের চাড়া নস্ট করায় শাস্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল। শিরোনাম জিডি"র ৬২ দিনেও ফোন উদ্ধার হয়নি এনামুল হকে"র শিরোনাম সুবর্ণচ চরবাটা বাঁশখালী সুইজ গেইট জামে মসজিদ কেন্দ্রের প্রাক-প্রাথমিকের এর শিক্ষকের অবৈধভাবে নিয়োগ নেয়ার বিরুদ্ধে অভিযোগ উঠেছে শিরোনাম বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত!