রাইসির হেলিকপ্টার ‘সম্পূর্ণ পুড়ে গেছে’
ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দোল্লাহিয়ানসহ উচ্চপদস্থ কর্মকর্তাদের বহনকারী হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়ে সম্পূর্ণভাবে পুড়ে গেছে। আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় ও আধা-সরকারি সংবাদ মাধ্যমগুলোর বরাত দিয়ে আল জাজিরা জানায়, রোববার (১৯ মে) পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। ইরানের রাষ্ট্রপতি, পররাষ্ট্রমন্ত্রী, পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর মালেক রহমাতিসহ হেলিকপ্টারের আরোহীরা সবাই প্রাণ হারিয়েছেন।
ইরান থেকে আল জাজিরার প্রতিনিধি রেসুল সেরদার জানিয়েছেন, ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে যে, কিছু লাশ এমনভাবে পুড়ে গেছে যে তাদের শনাক্ত করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। ফলে কার লাশ কোনটি তা এখনও নির্ধারণ করা যায়নি।
মেহের নিউজ এজেন্সি জানিয়েছে, ইরানের রাষ্ট্রপতি, পররাষ্ট্রমন্ত্রী এবং অন্যান্য আরোহীরা ‘শহীদ’ হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এবং অন্যান্য বার্তা সংস্থা বিষয়টি নিশ্চিত করেছে।
এ ঘটনায় ইরানজুড়ে শোকের ছায়া নেমে এসেছে এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে শোক ও সংহতির বার্তা পাঠানো হয়েছে।
উল্লেখ্য, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং উদ্ধারকাজ এখনও চলছে।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com