ঢাকা, ০৪ এপ্রিল, ২০২৫
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৭:২২ এএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৫
Digital Solutions Ltd

শুভেন্দু অধিকারীকে বিধানসভা থেকে বরখাস্ত

প্রকাশিত : ০৭:২২ এএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৫

শুভেন্দু

নিউজ ডেস্ক :

ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ও পশ্চিমবঙ্গের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীকে বিধানসভা থেকে বরখাস্ত করা হয়েছে। সোমবার ( ১৭ ফেব্রুয়ারি) তিনিসহ বিজেপির চার এমপিকে বরখাস্ত করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এই সময়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


প্রতিবেদনে বলা হয়েছে, বিরোধী দলের নেতা শুভেন্দুসহ চর বিজেপি এমপিকে বিধানসভা থেকে এক মাসের জন্য বরখাস্ত করা হয়েছে। এ নিয়ে চতুর্থবারের মতো বরখাস্ত হলেন শুভেন্দু। তবে এ সিদ্ধান্তের বিরুদ্ধে আগামীকাল থেকে বিধানসভার বাইরে কর্মসূচির ঘোষণা দিয়েছেন তিনি।

শুভেন্দু ছাড়াও বরখাস্ত হওয়া বাকি এমপিরা হলেন- বঙ্কিম ঘোষ, বিশ্বনাথ কারক এবং অগ্নিমিত্রা পাল।

বিধানসভা থেকে বরখাস্ত শুভেন্দু

এই সময় জানিয়েছে, বিধানসভায় বাজেট অধিবেশন চলছিল। গত সপ্তাহে রাজ্যের পক্ষ থেকে অর্ধবছরের বাজেট পেশ করা হয়েছে। এখন বাজেটের ওপর আলোচনা চলবে। সোমবার বিধানসভার অধিবেশন শুরু হলে হট্টগোল শুরু হয়। রীতিমতো তা একপর্যায়ে তর্কাতর্কিতে রূপ নেয়। এ সময় ওয়েলে নেমে বিক্ষোভ দেখান বিরোধী দলনেতা। অধিবেশনকক্ষে কাগজ (বিধানসভার কার্যসূচি) ছিঁড়ে বিক্ষোভ করেন তিনি। পরে ওয়াকআউট করেন বিজেপির এমপিরা।

আনন্দবাজার জানিয়েছে, এ ঘটনায় তৃণমূলের পক্ষ থেকে শুভেন্দুসহ চার এমপিকে বরখাস্তের প্রস্তাব জানানো হয়। পরে এ প্রস্তাবের ওপর ভোটাভুটি হয়।

বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানান, ভোটাভুটির মাধ্যমে সবার সম্মতিক্রমে শুভেন্দুসহ চারজনকে বরখাস্ত করা হয়েছে।

এর আগে কয়েক দফায় বরখাস্ত হয়েছিলেন শুভেন্দু। ২০২২ সালে প্রথমে তাকে পাঁচ মাস, পরে এক মাস, এরপর আবার দুই মাস করে মোট আট মাস তাকে বিধানসভার বাইরে রাখা হয়েছে।

এশিয়া বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক
মোজাম্মেল দিলন

প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com

শিরোনাম সাতক্ষীরার দেবহাটায় চাঁদপুরের মারকাজ মসজিদের ইমামকে লাঞ্ছিত করায় প্রতিবাদ সমাবেশ শিরোনাম ৫০০ টাকায় বিয়ে বাড়ীতে ভাড়া দেওয়া হলো প্রাথমিক বিদ্যালয়ের বেঞ্চ। শিরোনাম আখাউড়ায় ট্রেনের ছাদে টিকটক ভিডিও বানাতে গিয়ে নিচে পড়ে তরুণের মৃত্যু, গুরুতর আহত ৩ শিরোনাম ভূরুঙ্গামারীতে জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত শিরোনাম নির্বাচন নিয়ে ফজলুর রহমানের হুঁশিয়ারি শিরোনাম নরসিংদীতে তুচ্ছ ঘটনায় ৪ জনকে কুপিয়ে জখম,একজনের গলা কেটে হত্যার চেষ্টা!!!