কান উৎসবে হাজির হলেন নীলপরী ভাবনা
পৃথিবীর অন্যতম প্রাচীন এবং প্রভাবশালী চলচ্চিত্র উৎসব কান চলচ্চিত্র উৎসব। শুরু হয়ে গেছে বারো দিনব্যাপী কান চলচ্চিত্র উৎসব। প্রতিবারের মতো ফ্রান্সের দক্ষিণ-পূর্ব অঞ্চলের শহর কানে বসেছে চলচ্চিত্রজগতের সম্মানজনক এ আসর।
এরই মধ্যে প্রথমবারের মতো বাংলাদেশ সময় ১২ মে দিবাগত রাতে আশনা হাবিব ভাবনা কান চলচ্চিত্র উৎসব আয়োজনে পৌঁছান। পৌঁছেই ভাবনা নিজের ভেরিফায়েড ফেসবুকে পোস্ট করে লেখেন, ‘ফ্রম পুরান ঢাকা টু ফেস্টিভ্যাল ডি কান।’
কান উৎসবে ভাবনাকে দেখা গেছে নজরকাড়া নীল রঙের পোশাক ও চোখ ধাধানো অভিনব সাঁজে। ভক্ত, অনুরাগীরা প্রশংসায় পঞ্চমুখ। ভাবনার সম্পূর্ণ লুকেই স্নিগ্ধতা লক্ষ্য করা যায়।
ভাবনার চলচ্চিত্র ক্যারিয়ার শুরু হয়েছিলো ২০১৭ সালের পর ভয়ংকর সুন্দর সিনেমা দিয়ে।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com