ঢাকা, ১১ জানুয়ারি, ২০২৬
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশিত : ০২:১৭ এএম, ০৩ জানুয়ারি ২০২৬
Digital Solutions Ltd

৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ)-২০২৬ আজ থেকে শুরু

প্রকাশিত : ০২:১৭ এএম, ০৩ জানুয়ারি ২০২৬

৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ)-২০২৬-এর প্রস্তুতি চলছে পূর্বাচলের বিসিএফসি-তে।

নিজস্ব প্রতিবেদক :

আজ (শনিবার, ৩ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ)-২০২৬। সকাল ১০টায় পূর্বাচলের বাংলাদেশ–চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিসিএফসি) বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)-এর যৌথ উদ্যোগে মেলার উদ্বোধন অনুষ্ঠিত হবে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকার অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা এবং কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জনে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরও উল্লেখ করেন,

“৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা একটি অনন্য উদ্যোগ, যা বিশ্ব মঞ্চে বাংলাদেশের অপার সম্ভাবনা তুলে ধরবে।”

ড. ইউনূস মেলায় অংশগ্রহণকারী দেশি-বিদেশি শিল্প উদ্যোক্তা, ব্যবসায়ী এবং ক্রেতাদের শুভেচ্ছা জানিয়ে বলেন,

“দেশীয় পণ্যের প্রচার এবং রপ্তানি বাণিজ্য সম্প্রসারণে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাসব্যাপী আয়োজিত এ মেলা দেশি ও বিদেশি দর্শক, ক্রেতা ও আমদানিকারকদের সামনে গুণগত মানসম্পন্ন পণ্য প্রদর্শনের জন্য কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। পাশাপাশি স্থানীয় উদ্যোক্তারা আন্তর্জাতিক বাজারের মান, নকশা ও ট্রেন্ড সম্পর্কে ধারণা পাচ্ছেন।”

বাণিজ্য সচিব মাহবুবুর রহমান জানান, এবারের মেলায় বিভিন্ন ক্যাটাগরির স্টল ও প্যাভিলিয়ন অনলাইনে বরাদ্দ দেওয়া হয়েছে। দর্শনার্থীদের সুবিধার্থে ই-টিকিটিং ব্যবস্থা চালু করা হয়েছে, যেখানে অনলাইনে টিকিট কিনে কিউআর কোড স্ক্যানের মাধ্যমে মেলায় প্রবেশ করা যাবে। এছাড়া যাতায়াতের জন্য বিআরটিসি ডেডিকেটেড বাস সার্ভিসের পাশাপাশি কনসেশনাল রেটে ‘পাঠাও’ সার্ভিস যুক্ত করা হয়েছে।

মূলত মেলা শুরু হওয়ার কথা ছিল ১ জানুয়ারি। তবে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর কারণে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়, যার ফলে উদ্বোধনী অনুষ্ঠান ৩ জানুয়ারি অনুষ্ঠিত হচ্ছে।

উল্লেখ্য, ১৯৯৫ থেকে ২০২০ সাল পর্যন্ত শেরেবাংলা নগরে আয়োজিত ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২১ সালে করোনা মহামারির কারণে অনুষ্ঠিত হয়নি। ২০২২ সাল থেকে পূর্বাচলের বাংলাদেশ–চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে মেলার আয়োজন করা হচ্ছে।

বাণিজ্য বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com