ঢাকা, ০৪ এপ্রিল, ২০২৫
লালপুর (নাটোর) প্রতিনিধি :
প্রকাশিত : ০৭:৩৮ এএম, ২৪ ডিসেম্বর ২০২৪
Digital Solutions Ltd

লালপুরে বস্তায় আদা চাষে স্বাবলম্বী নারী উদ্যোক্তা মুর্শিদা

প্রকাশিত : ০৭:৩৮ এএম, ২৪ ডিসেম্বর ২০২৪

লালপুরে বস্তায় আদা চাষে স্বাবলম্বী নারী উদ্যোক্তা মুর্শিদা

লালপুর (নাটোর) প্রতিনিধি :

নাটোরের লালপুরে বাণিজ্যিকভাবে বাড়ির আঙ্গিনায় বস্তায় আদা চাষ করে সফল হয়েছেন নারী উদ্যোক্তা মুর্শিদা বেগম (৫৩)। পরিবারের প্রয়োজন মেটানোর পাশাপাশি বাড়তি আয় করছেন তিনি। উৎপাদন খরচ বাদেও কয়েক গুণ লাভ দেখে আগ্রহী হচ্ছেন অন্য চাষিরাও। 


শুধু মুর্শিদায় না, তার মত এই উপজেলায় আরো অনন্ত ৮৭ জন এবছর বস্তায় আদা চাষ করেছেন।
কৃষি বিভাগ বলছেন, আধুনিক সময়ে বিভিন্ন পন্থায় কৃষকরা বিভিন্ন আবাদে ঝুঁকেছে। কম খরচে বেশি লাভ হওয়ায় এঅঞ্চলে বস্তায় আদা চাষ দিনে দিনে জনপ্রিয় হয়ে উঠছে।  


সরেজমিনে উপজেলার সন্তোষপুর গ্রামে দেখা যায়, বাড়ির আঙ্গিনায় সারি সারি বস্তায় আদা রোপন করা হয়েছে৷ সবুজের সমারোহে পেয়েছে ভিন্ন মাত্রা। মাঝে মাঝে লাগানো হয়েছে কয়েকটি ড্রাগনের গাছ, পাশে করা হয়েছে কেঁচো কম্পোস্ট সারের স্তুপ।
মুর্শিদা বেগম জানান, বাড়ির আঙ্গিনা ছায়াযুক্ত পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। পরে কৃষি অফিসের পরামর্শে প্রাথমিক ভাবে ৪২৫টি বস্তায় আদার চাষ শুরু করেছেন। নিজের বাড়িতে উৎপাদিত জৈব ব্যবহার করায় তেমন খরচ হয় নি। শুধু মাত্র সাড়ে ৭ হাজার টাকা দিয়ে অনলাইন থেকে বীজ কিনেছিলেন। এথেকে প্রায় ১ লাখ টাকার আদা বিক্রি হবে বলে আশা করছেন তিনি।
আরেক আদা চাষি বালিতিতা ইসলামপুর গ্রামের খাইরুল ইসলাম।  তিনি জানান, অন্যান্য ফসল চাষের খরচের তুলনায় বস্তায় আদা চাষের খরচ অনেক কম। রোগবালাই, প্রাকৃতিক ঝুঁকি ও পরিচর্যা খরচও কম। আমি বাড়ির আঙ্গিনায় ৭৫০ টি বস্তায় আদা চাষ করেছি। আশা করছি, যে খরচ হয়েছে, তার চেয়ে তিন গুণ বেশি লাভ হবে। আগামী বছরে আরও বড় পরিসরে আদা চাষ করবেন বলে জানান।
উপজেলা কৃষি অফিস জানায়, এবছর উপজেলায় মইশাল, বারি-২, বারি ৩ ও থাই নামে চারটি জাতের আদার চাষ হচ্ছে। এর মধ্যে ১২ হাজার ৭০০ টি বস্তায় আদার চাষ হয়েছে, যা গত বছরের থেকে ৭০০ বস্তা বেশি। আর আদা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় ১২ হাজার ৭০০ কেজি।


এবিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড় বলেন, বাড়ির আঙ্গিনায় বা ফলের বাগান, পরিত্যক্ত জমিতে অনন্ত ১০/১৫ টা বস্তায় আদা চাষ করলে পরিবারের আদার চাহিদা পূরণ হবে। এতে প্রতিবছর আমাদের আদা আমদানি নির্ভরতা কমে প্রচুর বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে। এজন্য আমরা কৃষকদের আদা চাষে প্রয়োজনীয় পরামর্শ ও উদ্বুদ্ধ করে আসছি। এবছর ফলন আশানুরূপ হওয়ায় অনেক কৃষকের মাঝে বস্তায় আদা চাষের জন্য আগ্রহ সৃষ্টি হয়েছে। আগামীতে আদা চাষ দ্বিগুন বৃদ্ধি পাবে বলে আশা করছি।

বাণিজ্য বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক
মোজাম্মেল দিলন

প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com

শিরোনাম সাতক্ষীরার দেবহাটায় চাঁদপুরের মারকাজ মসজিদের ইমামকে লাঞ্ছিত করায় প্রতিবাদ সমাবেশ শিরোনাম ৫০০ টাকায় বিয়ে বাড়ীতে ভাড়া দেওয়া হলো প্রাথমিক বিদ্যালয়ের বেঞ্চ। শিরোনাম আখাউড়ায় ট্রেনের ছাদে টিকটক ভিডিও বানাতে গিয়ে নিচে পড়ে তরুণের মৃত্যু, গুরুতর আহত ৩ শিরোনাম ভূরুঙ্গামারীতে জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত শিরোনাম নির্বাচন নিয়ে ফজলুর রহমানের হুঁশিয়ারি শিরোনাম নরসিংদীতে তুচ্ছ ঘটনায় ৪ জনকে কুপিয়ে জখম,একজনের গলা কেটে হত্যার চেষ্টা!!!