ঢাকা, ০৪ এপ্রিল, ২০২৫
মো. সোহাগ হোসেন, শার্শা সংবাদদাতা। :
প্রকাশিত : ০৫:৪২ এএম, ১৭ জানুয়ারি ২০২৫
Digital Solutions Ltd

বাণিজ্যিকভাবে মৌসুমী ফল বাজারে’ কুল বেচাকেনা জমে উঠেছে

প্রকাশিত : ০৫:৪২ এএম, ১৭ জানুয়ারি ২০২৫

বাণিজ্যিকভাবে মৌসুমী ফল বাজারে’ কুল বেচাকেনা জমে উঠেছে

মো. সোহাগ হোসেন, শার্শা সংবাদদাতা। :


যশোরের শার্শা উপজেলার বেলতলা বাজারে বাণিজ্যিকভাবে জমে উঠেছে মৌসুমী ফল কুলের বাজার। কুল ও আম মৌসুমে মুখরিত হয়ে ওঠে এখানকার সব আড়তগুলো। প্রতিদিন এখান থেকে ১৫ থেকে ২০ ট্রাক কুল রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন বিভাগীয় শহরে রপ্তানি হচ্ছে। বতর্মানে এই অঞ্চলের অর্থকারী ফসল হিসেবে পরিচিতি লাভ করেছে কুল চাষ। দেশের কোথাও কোথাও এই ফলটি আবার (বরই) ফল নামে পরিচিত।

যশোর- সাতক্ষীরা দুজেলার সীমান্তবর্তী উপজেলা শার্শা ও কলারোয়া জিরো পয়েন্ট বেলতলা নামক স্থানে এ বাজারটি অবস্থিত।      
শার্শা ও কলারোয়া দুই উপজেলার মাঠসহ আশপাশে মাঠজুড়ে চাষ হচ্ছে এই ফল। দিনে দিনে অন্য কৃষকরাও ঝুঁকছেন এই কুল চাষে।

এবছর বাজারে থাইআপেল কুল ২২৫ টাকা, বলসুন্দরী কুল ১৪০ টাকা, নারকেল কুল ৬৫ টাকা, বাও কুল ২৫-৩০ টাকা, চায়না কুল ৮০ টাকা, এবং কাশ্মিরি কুল ৭০ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

স্থানীয় কুলচাষি মিজানুর রহমান জানান, আমি ৮ বছর ধরে কুলচাষ করছি। এ বছর আমি ৬ বিঘা জমিতে কুল চাষ করেছি। গত বছরও ৬ বিঘা কুল চাষ করেছিলাম। গত বছরের থেকে এ বছর আমার অনেক কুল হয়েছে এবং দামও ভলো পাচ্ছি। এভাবে যদি শেষ পর্যন্ত বিক্রি করতে পারি তাহলে এ বছর আমি অনেক লাভবান হতে পারবো।

সিলেট থেকে আসা সুমন বেপারী জানান, আমি ৭ বছর যাবত কুল, আম, তরমুজসহ সিজেনারি বিভিন্ন ফলের ব্যবসা করি। সেই কারণে প্রতিবছর বেলতলা ফল মোকামে আসি। এ বছর কুলের দাম অনেক বেশি, যার কারণে লাভের পরিমাণ কম, তারপরও আমরা যেমন বেশি দামে কিনছি ঠিক তেমন বেশি দামে বিক্রি করছি। বাজারে চাহিদা বেশি থাকায় আমরা কুল কিনে ভালো দামে বিক্রি করতে পারছি। 

ঢাকা থেকে আসা হাচান বেপারী জানান, এই অঞ্চলের ফলের স্বাদ ভালো, ক্রেতারাও বেশি বেশি খায়, যার কারণে আমি প্রতিবছর এই মোকাম থেকে কুল ও আম কিনতে আসি, আমার ব্যবসায় লসলাভ দুটোই হয়। 

বেলতলা বাজারের স্থানীয় আড়তদার তাজউদ্দীন আহমেদ, বাবু রায়হান, আবুল কালাম আজাদ জানান, গত বছরের তুলনায় এ বছর কুলের ফলন অনেক বেশি। সেই সঙ্গে কুলের চাহিদা ও দাম বেশি থাকায় আমাদের ব্যবসা এবছর ভালো এবং চাষিরাও অনেক খুশি। আমাদের এ বাজারে চাষিরা নিঃসন্দেহে সঠিক ওজনে এবং সঠিক মূল্যে ফল বিক্রি করতে পারেন। তাই চাষিরা এ বাজারে কুলসহ যাবতীয় ফল বিক্রি করতে আসেন। এই বাজারে দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত কুল কেনাবেচা হয়ে থাকে।

বেলতলা বাজার কমিটির সাধরণ সম্পাদক কামরুজ্জামান মুন্না জানান, চাষি ও ব্যবসায়ীরা যাতে নির্বিঘ্নে ব্যবসা করতে পারে সেজন্য বাজারে সব ধরনের ব্যবস্থা আছে। গত বছরের তুলনায় এ বছর যেমন অনেক কুল চাষ হয়েছে তেমনি চাষিরা অনেক বেশি লাভবান হয়েছে। ঠিক এভাবে যদি আরও ২-১ বছর যায় আমি আশাবাদী বেলতলা বাজার দেশের দক্ষিণবঙ্গের মধ্যে বিখ্যাত ফল বাজার হিসেবে খ্যাতি অর্জন করবে।

শার্শা উপজেলা কৃষি অফিসার দীপক কুমার সাহা জানান, চলতি মৌসুমে মোট ১৩৫ হেক্টর জমিতে ৪৫০ জনের মত চাষি কুল চাষ করেছেন। পাশাপাশি আমি বেলতলা বাজার পরিদর্শন করেছি, থাইআপেল বলসুন্দরী, চায়না, টক মিষ্টি কুলগুলোই এ বছর চাষিরা বেশি চাষ করেছেন এবং তারা আনেক লাভবানও হয়েছেন। কম খরজে বেশি লাভ হওয়ায় অন্য কৃষকরা দিনে দিনে কুল চাষে আগ্রহী হচ্ছেন। আগামী বছরও চাষিরা এই লাভজনক ফল বেশি বেশি চাষ করবেন বলে তিনি আশাবাদী।

বাণিজ্য বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক
মোজাম্মেল দিলন

প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com

শিরোনাম সাতক্ষীরার দেবহাটায় চাঁদপুরের মারকাজ মসজিদের ইমামকে লাঞ্ছিত করায় প্রতিবাদ সমাবেশ শিরোনাম ৫০০ টাকায় বিয়ে বাড়ীতে ভাড়া দেওয়া হলো প্রাথমিক বিদ্যালয়ের বেঞ্চ। শিরোনাম আখাউড়ায় ট্রেনের ছাদে টিকটক ভিডিও বানাতে গিয়ে নিচে পড়ে তরুণের মৃত্যু, গুরুতর আহত ৩ শিরোনাম ভূরুঙ্গামারীতে জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত শিরোনাম নির্বাচন নিয়ে ফজলুর রহমানের হুঁশিয়ারি শিরোনাম নরসিংদীতে তুচ্ছ ঘটনায় ৪ জনকে কুপিয়ে জখম,একজনের গলা কেটে হত্যার চেষ্টা!!!