সাতক্ষীরার দেবহাটায় চাঁদপুরের মারকাজ মসজিদের ইমামকে লাঞ্ছিত করায় প্রতিবাদ সমাবেশ
সাতক্ষীরার দেবহাটা উপজেলার চাঁদপুরাস্থ মারকাজ জামে মসজিদের ইমামকে লাঞ্ছিত করায় প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ উলামা পরিষদ উপজেলার ৪নং নওয়াপাড়া ইউনিয়ন শাখা।
স্থানীয় সূত্রে জানাযায়, গত মঙ্গলবার (০১ এপ্রিল ২৫) তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মনজুরুল রহমান টেক্কার সাথে বাকবিতন্ডার এক পর্যায়ে মসজিদের ইমাম হাফেজ মাওলানা কুতুবউদ্দিনকে শারিরীক ভাবে লাঞ্চিত করে।
সেই ইমামকে লাঞ্ছিত করার প্রতিবাদে বৃহস্পতিবার (০৩ এপ্রিল ২৫) বিকাল ৪.৩০ শে প্রতিবাদ সমাবেশ করে সংগঠনের নেতাকর্মীরা।
মাওঃ ইব্রাহীম খলিলের পরিচালনা প্রতিবাদ সমাবেশে অতিথিদের মধ্যে বক্তব্য দেন,বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগের উপজেলা সভাপতি মাওঃ আনারুল ইসলাম, নওয়াপাড়া ইউনিয়ন জামায়াতের শূরা সদস্য মোঃ রওশন আলী,ইউনিয়ন জামায়াতের আমির ইঞ্জিঃ মাহাবুবুল আলম, নায়েবে আমীর মাওঃ হাবিবুল্লাহ বাসার, দেবহাটা উপজেলা উলামা পরিষদের সভাপতি মাওঃ আমিরুল ইসলাম, মাওঃ রবিউল ইসলাম, মাওঃ হযরত আলী,মাওঃ সরোয়ার হুসাইন হাবিবী সহ স্থানীয়রা।
এ সময় বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছর ফ্যাসিবাদী সরকারের সময় অন্যায় ভাবে নির্যাতিত হয়েছি আর নির্যাতিত হতে চাই না।আর কোনো আলেম উলামাদের অন্যায় ভাবে লাঞ্চিত করে তবে তাদেরকে ছাড় দেওয়া হবে না।
বক্তারা মসজিদ কমিটিকে ২৪ ঘন্টা সময় নির্ধারণ করে দেন এ সময়ের মধ্যে সুবিচারের দাবি জানান।নায্য বিচার না করলে কঠর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিবেন বলে জানান।
মসজিদ কমিটির আশ্বাসসে সমাবেশ শেষ করেন।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক
মোজাম্মেল দিলন
প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।
নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com
©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com