ঢাকা, ০৪ এপ্রিল, ২০২৫
জাকির হোসেন রায়হান  কিশোরগঞ্জ প্রতিনিধি :
প্রকাশিত : ০৬:৩৬ এএম, ০২ এপ্রিল ২০২৫
Digital Solutions Ltd

নির্বাচন নিয়ে ফজলুর রহমানের হুঁশিয়ারি

প্রকাশিত : ০৬:৩৬ এএম, ০২ এপ্রিল ২০২৫

নির্বাচন নিয়ে ফজলুর রহমানের হুঁশিয়ারি

জাকির হোসেন রায়হান  কিশোরগঞ্জ প্রতিনিধি :

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, ‘এরা ইলেকশন দিব আজকে, কালকে, পরশু ঘুরাইয়া-ঘারাইয়া যাতে ইলেকশন না দেওন লাগে। কিন্তু ইলেকশন লাগবো। ফজলুর রহমান যদি জীবিত থাকে, বাপ ডাইকা বাংলাদেশে ইলেকশনটা দিয়া যাওন লাগবো।’ আজ মঙ্গলবার (১ এপ্রিল) কিশোরগঞ্জের ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের আনন্দ বাজারে ঈদ পরবর্তী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফজলুর রহমান বলেন, ‘বাপ ডাইকা (নির্বাচন) দেওন লাগবো, বাপ ডাইকা। আমাকে গুলি করে মারবেন। আমার আল্লাহ আছে। আল্লাহ ইচ্ছা করলে আমাকে রক্ষা করতে পারে, পারে না? পাঁচশ গুলিও আমার বুকে লাগতে না পারে, আমার আল্লাহ আছে। আমি সত্য কথা বলবই।’

ফজলুর রহমান আরও বলেন, ‘মুক্তিযুদ্ধের জন্য এদেশের ৩০ লাখ লোক জীবন দিয়েছিল। দুই লাখ মা-বোন ইজ্জত দিয়েছিল। এই গ্রামটা বিশেষ করে হিন্দু সমাজের। সমস্ত মানুষ ওই ১০০ কিলোমিটার দূরে ওইলাম ক্যাম্প, বালাম ক্যাম্প ও মুথো ক্যাম্পে হাজারে হাজারে লাখে লাখে গেছিলো। এত মানুষ মারা গিয়েছিল তার কোনো সীমা ছিল না।

 সে যে মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধের ওপর প্রতিষ্ঠিত হয়েছে আমার স্বাধীন বাংলাদেশ। এখন কি আমি রাজাকারদের হাতে স্বাধীন বাংলাদেশের নেতৃত্ব ছেড়ে দেব? কথাটা আপনারা বুঝেন না। কথাটা খুব ক্লিয়ার। আমি ভোট চাই তাদের, যারা মুক্তিযুদ্ধকে স্বীকার করে। যারা মুক্তিযুদ্ধের বাংলাদেশকে মানে। যারা এই দেশকে মাথা উঁচু করে দাঁড়াতে দিতে চায়।’

এ সময় উপজেলা বিএনপির সভাপতি এস এম কামাল, ফজলুর রহমানের স্ত্রী সুপ্রিম কোর্টের আইনজীবী উম্মে কুলসুম রেখা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সিদ্দিকুজ্জামান ঠাকুর স্বপন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল আলম পলাশসহ মৃগা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক
মোজাম্মেল দিলন

প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com

শিরোনাম সাতক্ষীরার দেবহাটায় চাঁদপুরের মারকাজ মসজিদের ইমামকে লাঞ্ছিত করায় প্রতিবাদ সমাবেশ শিরোনাম ৫০০ টাকায় বিয়ে বাড়ীতে ভাড়া দেওয়া হলো প্রাথমিক বিদ্যালয়ের বেঞ্চ। শিরোনাম আখাউড়ায় ট্রেনের ছাদে টিকটক ভিডিও বানাতে গিয়ে নিচে পড়ে তরুণের মৃত্যু, গুরুতর আহত ৩ শিরোনাম ভূরুঙ্গামারীতে জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত শিরোনাম নির্বাচন নিয়ে ফজলুর রহমানের হুঁশিয়ারি শিরোনাম নরসিংদীতে তুচ্ছ ঘটনায় ৪ জনকে কুপিয়ে জখম,একজনের গলা কেটে হত্যার চেষ্টা!!!