তারেক রহমান ও তার আদরের পোষা বিড়াল জেবু (ফাইল ছবি)
তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে নেটিজেনদের মধ্যে নতুন প্রশ্ন উঠেছে—তার সঙ্গে কি লন্ডন থেকে দেশে ফিরছে তার পোষা বিড়ালটিও? ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, সাইবেরিয়ান ব্রিডের সাত বছর বয়সী এই বিড়ালের জন্য পাসপোর্টসহ প্রয়োজনীয় সব আনুষ্ঠানিক অনুমোদন ইতোমধ্যেই সম্পন্ন করা হয়েছে। ফলে নিশ্চিতভাবেই পরিবারসহ তারেক রহমান দেশে ফিরছেন তার আদরের বিড়াল জেবুকেও সঙ্গে নিয়ে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যস্ত রাজনৈতিক জীবনের ফাঁকে পোষা বিড়াল জেবুর সঙ্গে তারেক রহমানের খুনসুটির নানা ছবি ও ভিডিও আগেও একাধিকবার ভাইরাল হয়েছে। প্রাণীর প্রতি তার এই মমত্ববোধ নেটিজেনদের মধ্যে ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে।
এর আগে তারেক রহমান নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে জেবুর সঙ্গে কাটানো বিভিন্ন স্মরণীয় মুহূর্তের ছবি শেয়ার করলে তা দ্রুত ছড়িয়ে পড়ে। সেখান থেকেই বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ নেটিজেনদের মাঝেও পরিচিত হয়ে ওঠে ‘জেবু’।
এক সাক্ষাৎকারে তারেক রহমান জানান, বিড়ালটি মূলত তার মেয়ের পোষা প্রাণী হলেও এখন পরিবারের সবার আদরের সদস্য হয়ে উঠেছে। সাক্ষাৎকারে তিনি পোষা প্রাণীটির নাম ‘জেবু’ বলেও উল্লেখ করেন।
প্রাণীপ্রেম প্রসঙ্গে তারেক রহমান বলেন, আল্লাহ মানুষকে সৃষ্টির সেরা জীব হিসেবে সৃষ্টি করেছেন, তাই তাঁর প্রতিটি সৃষ্টির প্রতি সম্মান ও যত্ন নেওয়া মানুষের দায়িত্ব। প্রকৃতির ভারসাম্য নষ্ট হলে মানুষের জীবনও হুমকির মুখে পড়তে পারে—এমন মন্তব্যও করেন তিনি।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com