ঢাকা, ২৯ জুন, ২০২৪
সবারকথা ডেষ্ক :
Publish : 06:18 AM, 29 June 2024.
Digital Solutions Ltd

স্কুলের শৌচাগারে সাপ দেখতে পান শিক্ষিকা, অতঃপর...

Publish : 06:18 AM, 29 June 2024.
স্কুলের শৌচাগারে সাপ দেখতে পান শিক্ষিকা, অতঃপর...

স্কুলের শৌচাগারে সাপ দেখতে পান শিক্ষিকা

সবারকথা ডেষ্ক :

চট্টগ্রাম সিটি করপোরেশনের মিউনিসিপ্যাল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাসেলস ভাইপার সন্দেহে একটি নির্বিষ ঘরগিন্নি সাপকে পিটিয়ে মারা হয়েছে। রোববার (২৩ জুন) সকালে ওই বিদ্যালয়ের শৌচাগারে সাপটিকে দেখে মেরে ফেলা হয়।  

তবে চট্টগ্রাম অঞ্চলে এখন পর্যন্ত রাসেলস ভাইপারের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি বলে জানা গেছে। তারপরও আতঙ্ক ছড়ানো এবং সাপ নিধন থেমে নেই। চট্টগ্রামের বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) রফিকুল ইসলাম চৌধুরী বলেন, ‘আজ মিউনিসিপ্যাল স্কুল এলাকা থেকে আমাকে একটা ছবি পাঠানো হয়। দেখলাম সেটা ঘরগিন্নি সাপ। নির্বিষ সাপটি মেরে ফেলা হয়। এ ছাড়া লোহাগাড়ায় আগের দিন একটা অজগর পিটিয়ে মারা হয়। এভাবে যদি সাপ মারতে থাকে, তাহলে তা পরিবেশের জন্য ক্ষতিকর হবে।’  

 

মিউনিসিপ্যাল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শম্পা রক্ষিত বলেন, স্কুল এখন বন্ধ রয়েছে। কিন্তু স্কুলে শিক্ষক প্রশিক্ষণ চলছে। সকাল সাড়ে ১০টার দিকে এক শিক্ষিকা শৌচাগারে সাপটি দেখতে পান। পরে আতঙ্কিত হয়ে পড়েন সবাই। এরপর সেটাকে মেরে ফেলা হয়। পরে বিষয়টি বন বিভাগ ও সিটি করপোরেশনকে জানানো হয়। এ দুই দপ্তরের লোকজন সেখানে যান। তারা আশপাশে আর সাপ আছে কি না, তা খতিয়ে দেখেন।

 

ডিএফও রফিকুল ইসলাম বলেন, চট্টগ্রামে চন্দ্রবোড়া এখন পর্যন্ত পাওয়া যায়নি। তারপরও মানুষ পুরোনো ভিডিও–ছবি দিয়ে আতঙ্কজনক পরিস্থিতি তৈরি করছে। এ কারণে নির্বিষ সাপ, যেগুলো বাস্তসংস্থানের জন্য দরকার সেগুলোও মেরে ফেলা হচ্ছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজে সাপের বিষ নিয়ে গবেষণা করা প্রতিষ্ঠান ভেনম রিসার্চ সেন্টারের তথ্যমতে, চট্টগ্রাম অঞ্চলে চন্দ্রবোড়া বা রাসেলস ভাইপার নেই। প্রতিষ্ঠানটি বিভিন্ন জায়গা থেকে সাপ ধরে এনে সেগুলোর বিষ দিয়ে অ্যান্টিভেনম তৈরির কাজ চালিয়ে যাচ্ছে। তাদের কাছে চন্দ্রবোড়া থাকলেও তা অন্য অঞ্চল থেকে ধরে আনা বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী।

সম্পাদক
মোজাম্মেল দিলন

প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: [email protected]

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com

শিরোনাম ইন্টারনেট প্যাকেজ সাশ্রয়ী করা হবে : তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী শিরোনাম ভারতের সঙ্গে কোনো চুক্তি স্বাক্ষরিত হয়নি : পররাষ্ট্রমন্ত্রী শিরোনাম ফিরলেন ২৮ হাজার ৯৪১ হাজি, সৌদিতে মৃত্যু ৫৪ জনের শিরোনাম দুই মাস ৮ দিন পর পুনরায় চালু হলো সাবমেরিন কেবল শিরোনাম নয়াপল্টনে সমাবেশ শুরু করেছে বিএনপি শিরোনাম রায়পুরায় সুমন হত্যার জের ধরে দুই গ্রুপের সংঘর্ষ.আহত ৪