ঢাকা, ০১ জুলাই, ২০২৪
স্বপন রবি দাস, হবিগঞ্জ জেলা প্রতিনিধি :
Publish : 08:02 AM, 01 July 2024.
Digital Solutions Ltd

ভয়াবহ অগ্নিকান্ডে সাড়ে ১৭লাখ টাকার ক্ষয়ক্ষতি

Publish : 08:02 AM, 01 July 2024.
ভয়াবহ অগ্নিকান্ডে সাড়ে ১৭লাখ টাকার ক্ষয়ক্ষতি

ছবিঃ সবারকথা নিজস্ব প্রতিবেদক

স্বপন রবি দাস, হবিগঞ্জ জেলা প্রতিনিধি :

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পানিউম্দা ইউনিয়নের রইছগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে৷

এতে ওই বাজারের ঐতিহ্যবাহী ব্যবসায়ী প্রতিষ্ঠান ফাতেমা ইলেকট্রনিক এন্ড ভেরাইটিজ স্টোর সহ ৩টি দোকান ঘর পুঁড়ে ছাঁই হয়ে গেছে৷ দোকানে ক্রয়ের জন্য  রক্ষিত ইলেকট্রনিক মালামাল সহ ৩টি ব্যবসায়ী প্রতিষ্ঠানের মোট সাড়ে ১৭লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন৷ ঘটনাটি ঘটেছে গত ২১ জুন শুক্রবার বিকাল অনুমান ৩ ঘটিকায়৷ 

খবর পেয়ে বাহুবল ফায়ার সার্ভিসের দমকল বাহিনীর দুটি ইউনিট  ঘটনাস্থলে পৌঁছে আপ্রাণ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করেন৷ অগ্নিকাণ্ডের শিকার ফাতেমা ইলেকট্রনিক এন্ড ভেরাইটিজ স্টোরের স্বত্বাধিকারী মোঃ জিয়াউর রহমান কান্না জড়িত কন্ঠে বলেন, ঘটনার সময় তিনি দোকানেই ছিলেন, কোনো কিছু বুঝে উঠার আগেই হঠাৎ দোকান  ঘরের চারিদিকে আগুনের লেলিহান শিখা দেখে প্রাণপণ চেষ্টা করে তিনি জীবন ঝুঁকি নিয়ে ঘর থেকে বের হন,এসময় তিনির মাথার চুল পর্যন্ত জ্বলে যায়,তবে ভাগ্যক্রমে বেঁচে যান৷ তাৎক্ষণিক উপস্থিত লোকজন আপ্রাণ  চেষ্টা করেও আগুন নেভাতে পারেননি৷

পরে খবর পেয়ে বাহুবল ফায়ার সার্ভিসের দমকল বাহিনীর সদস্যরা উপস্থিত হয়ে  প্রাণপণ চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণ করেন,ততক্ষণে পাশ্ববর্তী নির্মল দেবের জুয়েলার্সের দোকান ও শাহ্ কামালের চা স্টল ও ভেরাইটিজ স্টোর পুঁড়ে ছাঁই হয়ে যায়৷ এতে ফাতেমা ইলেকট্রনিক এন্ড ভেরাইটিজ স্টোরের ৩৬০টি ফ্যান সহ ইলেকট্রনিক,সাপ্লাইেয়র  মালামাল সহ প্রায ১৬ লক্ষ টাকার মালামাল পুঁড়ে যায়, নির্মল দেবের জুয়েলার্সের ৫০ হাজার টাকার মালামাল ও শাহ্ কামাল মিয়ার দোকান পুঁতে ১ লক্ষ টাকার মালামাল সহ ৩টি দোকানের মোট সাদে ১৭ লাখ টাকার মালামাল পুঁড়ে যায়৷

খবর পেয়ে নবীগঞ্জ থানার গোপলার বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ঘটনাস্থলে পরিদর্শন করেন৷ কিভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ব্যবসায়ী সহ কেহই বলতে পারেননি৷ এদিকে ফাতেমা ইলেকট্রনিক এন্ড ভেরাইটিজ স্টোরের প্রায় ১৬ লাখ টাকার মালামাল পুঁড়ে ছাঁই হওয়ায় ব্যবসায়ী জিয়াউর রহমানের মাথায় হাত দিয়ে কান্না কাটি করছেন৷ তিনি বলেন, আমার উপার্জনের আর কোন পন্থা নেই একমাত্র ব্যবসা প্রতিষ্ঠানের উপর আমার পরিবারের ভরনপোষণ করতাম কোনো রকম সংসার চলতো এখন আর কিছুই রইলো না। 

 

এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও সম্ভব হয়নি৷

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী।

সম্পাদক
মোজাম্মেল দিলন

প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: [email protected]

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com

শিরোনাম পদ্মা সেতু পরিচালনায় কোম্পানি গঠনের সিদ্ধান্ত শিরোনাম স্বচ্ছতার সঙ্গে বাজেট বাস্তবায়নে প্রধানমন্ত্রীর নির্দেশ শিরোনাম আমতলীতে দ্বিতীয় বিয়ে করায় স্বামীর লিঙ্গ কর্তন, স্ত্রী আটক শিরোনাম অর্থের বিনিময়ে বিএনপি নেতা যুবলীগ সভাপতি শিরোনাম অর্থের বিনিময়ে বিএনপি নেতা যুবলীগ সভাপতি শিরোনাম চাঁপাইনবাবগঞ্জে ০২ জনের যাবজ্জীবন কারাদন্ড