ঢাকা, ২৭ নভেম্বর, ২০২৫
ফাতেমা সোনিয়া :
প্রকাশিত : ০২:৫৭ এএম, ২৬ নভেম্বর ২০২৫
Digital Solutions Ltd

বিশ্বের সবচেয়ে জনবহুল শহরের তালিকায় দ্বিতীয় স্থানে ঢাকা

প্রকাশিত : ০২:৫৭ এএম, ২৬ নভেম্বর ২০২৫

ছবি: সংগৃহীত

ফাতেমা সোনিয়া :

বাংলাদেশের রাজধানী ঢাকা এখন বিশ্বের সবচেয়ে জনবহুল শহরের তালিকায় দ্বিতীয় স্থানে অবস্থান করছে। জাতিসংঘের ‘ওয়ার্ল্ড আরবানাইজেশন প্রসপেক্টাস ২০২৫’ প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে সাড়ে তিন কোটিরও বেশি মানুষ ঢাকায় বসবাস করছে।প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, তালিকার প্রথম স্থানে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। তবে বিশেষজ্ঞরা আশাবাদ ব্যক্ত করেছেন, ২০৫০ সালের মধ্যেই ঢাকা বিশ্বের সবচেয়ে জনবহুল শহর হিসেবে শীর্ষে উঠবে। তখন রাজধানীর জনসংখ্যা পাঁচ কোটি ছাড়াবে বলে ধারণা করা হচ্ছে।

তালিকায় ঢাকার অবস্থান ২০১৮ সালে ছিল নয় নম্বরে। দ্রুত জনসংখ্যা বৃদ্ধির পেছনে মূল কারণ হিসেবে রাজধানীকেন্দ্রিক অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন কর্মকাণ্ড এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবকে উল্লেখ করা হয়েছে।প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের শীর্ষ ১০ জনবহুল মেগাসিটির মধ্যে নয়টি শহরের অবস্থান এশিয়ায়। জাকার্তার সঙ্গে ঢাকার পাশাপাশি চীনের সাংহাই ও গুয়াংজু শহর যথাক্রমে পঞ্চম ও ষষ্ঠ স্থানে রয়েছে। ভারতের নয়াদিল্লি এবং কলকাতা যথাক্রমে চতুর্থ ও নবম স্থানে আছে।জাকার্তার জনসংখ্যা বর্তমানে প্রায় ৪ কোটি ১৯ লাখ। ২০১৮ সালে জাকার্তার অবস্থান ছিল ৩০ নম্বরে, তখন জনসংখ্যা মাত্র ১ কোটি ২০ লাখ। এ থেকে বোঝা যাচ্ছে, নগরায়ণের প্রভাব কত দ্রুত বৃদ্ধি পাচ্ছে।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, মেগাসিটি হিসেবে দ্রুত বেড়ে ওঠা শহরগুলোতে নাগরিক সেবা, অবকাঠামো ও পরিবেশ সংরক্ষণে চ্যালেঞ্জ বাড়ছে। ঢাকার এই ক্রমবর্ধমান জনসংখ্যা ভবিষ্যতে নগর পরিকল্পনা ও জনস্বাস্থ্য ব্যবস্থাপনায় বিশেষ দৃষ্টি প্রয়োজন করবে।

 

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com