ঢাকা, ০২ আগস্ট, ২০২৫
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৫:১৩ এএম, ০২ আগস্ট ২০২৫
Digital Solutions Ltd

কার কাছে বিচার দেব, জানি না : শবনম ফারিয়া

প্রকাশিত : ০৫:১৩ এএম, ০২ আগস্ট ২০২৫

ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক :

ছোটপর্দার অভিনেত্রী শবনম ফারিয়া। অভিনয় কমিয়ে দিলেও সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় তিনি। সোশ্যাল প্ল্যাটফরমে নিজের মতামত তুলে ধরেন এ অভিনেত্রী। জুলাই আন্দোলনে হাসিনা সরকারের বিরুদ্ধে আওয়াজও তুলেছিলেন।
এছাড়া সমসাময়িক বিভিন্ন ইস্যুতে কথা বলতে দেখা যায় তাকে। এবার ক্ষোভ জানালেন দেশের রাজনীতি ও বর্তমান পরিস্থিতি নিয়ে।
শুক্রবার (১ আগস্ট) এক ফেসবুক পোস্টে ফারিয়া জানান, কার কাছে বিচার দেবেন তিনি জানেন না। দেশের রাজনীতি নিয়ে তার যেন ক্ষোভের অন্ত নেই।
পোস্টে শবনম ফারিয়া লিখেছেন, ‘এমন এক দেশে জন্ম, কার কাছে বিচার দেব, জানি না। এক পার্টির বড়রা টাকা মেরে ভাগছে, ছোটরা অনলাইনে জুলাই cdi লিখে সেই শোক কমায়, আর বাকিরা চাঁদাবাজি, ডোনেশন, হাদিয়া নিয়ে কামড়া-কামড়ি করে পারাপারের রাস্তা ঠিকঠাক করে!’
এরপর তিনি অনেকটা দুঃখ করেই লিখেছেন, “মাঝখানে আমরা সাধারণ মানুষ, নীরব দর্শক হয়ে রঙিন তামাশা দেখি। কিছু বললেই এক পক্ষ বলে, ‘ডলার খেয়েছেন, লাল স্বাধীনতা কেমন লাগে?’ অন্য পক্ষ বলে, ‘ফ্যাসিস্ট সরকারের দোসর!’ ১৬ বছর কিছু বলেননি কেন!”

সবশেষে অভিনেত্রী লিখেছেন, ‘এদিকে আবার এই সবুজ পাসপোর্টে কেউ ভিসাও দিচ্ছে না! কই যাব আমরা? হে আল্লাহ, রাজনীতি নামক এই অভিশাপ থেকে আমাদের প্রিয় মাতৃভূমিকে রক্ষা করো। আমিন।
এর আগে, গত জুন মাসেও দেশের রাজনৈতিক পরিস্থিতি ও নৈরাজ্য নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন এ অভিনেত্রী। রাজনীতি নিয়ে সেটিই তার শেষ স্ট্যাটাস জানিয়ে শবনম ফারিয়া বলেছিলেন, ‘এই স্ট্যাটাসের মধ‍্য দিয়ে বাংলাদেশের পলিটিক্স নিয়ে স্টেটাস দেওয়া বন্ধ করলাম! কারণ ফাইনালি আমি বুঝে গেছি, জাতি হিসাবে আমরা অত্যন্ত বেহায়া এবং নির্লজ্জ, আমরা কখনো ভালো হবো না, যত আন্দোলন হোক, সরকার পরিবর্তন হোক, যতই শান্তিতে নোবেল পাওয়া মানুষ আসুক, আমাদের কেউ দুর্নীতি এবং চুরি করা থেকে আটকাতে পারবে না! শিশু, কিশোর, বৃদ্ধ যেই ক্ষমতা পাবে সেই তার অসৎ ব্যবহার করবে।’

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক
মোজাম্মেল দিলন

প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com

শিরোনাম রোববার ছাত্রদল-এনসিপির সমাবেশ, যান চলাচলে ডিএমপির নির্দেশনা শিরোনাম জুলাই শহীদদের শনাক্তে ডিএনএ টেস্ট করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা শিরোনাম আমরা যে চূড়ান্ত পরিবর্তন চেয়েছিলাম, তা সম্ভব হয়নি: আসিফ মাহমুদ শিরোনাম নির্বাচিত সংসদের হাতে সংস্কার কার্যক্রম ছেড়ে দেব না: নাহিদ শিরোনাম হে আল্লাহ, রাজনীতি নামক অভিশাপ থেকে মাতৃভূমিকে রক্ষা করো: শবনম ফারিয়া শিরোনাম নিরাপদ ক্যাম্পাস, সাজিদ মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও ক্যাম্পাস সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ইবি শাখা ছাত্র শিবির