ঢাকা, ০১ আগস্ট, ২০২৫
জান্নাতুল ফেরদৌসী শ্রাবন্তী :
প্রকাশিত : ০৬:০০ এএম, ৩১ জুলাই ২০২৫
Digital Solutions Ltd

বরগুনায় শিক্ষকের বিরুদ্ধে ছাত্র/ছাত্রীদের শারীরিক নির্যাতনের অভিযোগ

প্রকাশিত : ০৬:০০ এএম, ৩১ জুলাই ২০২৫

জুলহাস আহমেদে এর পাঠানো ছবি

জান্নাতুল ফেরদৌসী শ্রাবন্তী :

বরগুনায় এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের মারধর করার অভিযোগ উঠেকেছে। কর্তৃপক্ষ তদন্ত করে ব্যবস্থার নেয়ার আশ্বাস দিয়েছেন।

শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের উপর শারীরিক নির্যাতনের অভিযোগ একটি গুরুতর সমস্যা। এই ধরনের নির্যাতন শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে আস্থার অভাব তৈরি করে এবং শিক্ষার পরিবেশকে বিষাক্ত করে তোলে। বাংলাদেশে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সরকারের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে, কিন্তু বাস্তব ক্ষেত্রে এর প্রয়োগ কতটা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। 


বরগুনা সদর উপজেলার আয়লা পতাকাটা ইউনিয়নের "মধ্য লেমুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের" সহকারী শিক্ষক আক্তারুজ্জামান (কিসলু) এর বিরুদ্ধে তৃতীয় শ্রেণীর ছাত্র রবিউল কে  মারধর করার অভিযোগ উঠেছে।


ভুক্তভোগীর রবিউলের মা বলেন, মধ্যবিত্ত পরিবারের সন্তানদেরকে ইচ্ছা থাকলেও প্রাইভেট স্কুলে পড়ানো সম্ভব হয় না। আমার তিনটি সন্তান বড় সন্তান একই স্কুলে পড়াশোনা করত তাকেও একাধিকবার মারধর করেছে এখন আমার বড় মেয়ে মাধ্যমিক বিদ্যালয়ে পড়ে। মেজো ছেলে রবিউল ও ছোট মেয়ে মধ্য লেমুয়া সরকার প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করে। এই বিদ্যালয় শিক্ষকরা বাচ্চাদের দিয়ে তাদের ব্যক্তিগত কাজ করায়। কাজ না করলে বাচ্চাদেরকে অমানুষিক নির্যাতন করে। আমার ছেলেকে মারধর করা হয়েছে আমি হাসপাতাল নিয়ে ডাক্তার দেখিয়ে এনেছি। আমি আর আমার বাচ্চাদেরকে ওই স্কুলে পাঠাবো না। আমি চাই কোমলমতি বাচ্চাদের সুশিক্ষায় শিক্ষিত করার জন্য ভালো শিক্ষক দরকার।

এ বিষয়ে এত স্কুলের প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিন বলেন, আমি বাচ্চাদের সুশিক্ষায় শিক্ষিত করার জন্য চেষ্টা করে যাচ্ছি। আমার সহকারী শিক্ষকরা আমার কোন কথাই শুনছে না। তারা এখানকার স্থানীয় হয় সেই প্রভাব বিস্তার করে। বাচ্চাদের সাথে এ ধরনের আচরণ মেনে নেয়ার মত না। আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। 


এ বিষয়ে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা (এটিও) শওকত আলী হিরন বলেন, আমি বিষয়টি শুনে দুঃখ প্রকাশ করছি। এ বিষয়ে অত্র স্কুলের প্রধান শিক্ষক কে লিখিত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক
মোজাম্মেল দিলন

প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com

শিরোনাম জুলাই সনদের আইনি ভিত্তি না দিলে মামলা করবে জামায়াত -তাহের শিরোনাম খুলনা-সাতক্ষীরা মহাসড়কের বেহাল দশা: সংস্কারের দাবিতে স্মারকলিপি পেশ করলো খুলনা নাগরিক সমাজ শিরোনাম ছাত্র/ছাত্রীদের শারীরিক নির্যাতনের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে শিরোনাম কিছুদিনের মধ্যেই নির্বাচনের তারিখ ঘোষণা : আইন উপদেষ্টা শিরোনাম রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ডিপিপির অনুমোদনের দাবিতে কালো কাপড় বেঁধে মৌন মিছিল শিরোনাম জিএম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে আদালতের নিষেধাজ্ঞা