ঢাকা, ০২ আগস্ট, ২০২৫
জান্নাতুল ফেরদৌসী শ্রাবন্তী :
প্রকাশিত : ০৫:৫০ এএম, ২৭ জুলাই ২০২৫
Digital Solutions Ltd

কাল সকালে সড়কে ক্লাস নেওয়ার কর্মসূচির ঘোষণা দিয়ে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা

প্রকাশিত : ০৫:৫০ এএম, ২৭ জুলাই ২০২৫

মাসুম হোসেন অন্তুর পাঠানো ছবি

জান্নাতুল ফেরদৌসী শ্রাবন্তী :

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে স্থায়ী ক্যাম্পাস প্রকল্প অনুমোদনের দাবিতে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। এতে পাবনার সঙ্গে ঢাকা, সিরাজগঞ্জ, বগুড়া ও উত্তর-পূর্বাঞ্চলের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পড়ে।

ফলে চরম ভোগান্তিতে পড়েন হাজারো যাত্রী।
রোববার (২৭ জুলাই) সকাল ১০টা থেকে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বিসিক বাসস্ট্যান্ড এলাকায় শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করেন।

 
প্রায় দেড় ঘণ্টাব্যাপী (সাড়ে ১১টা পর্যন্ত) চলা অবরোধ ও বিক্ষোভে শিক্ষার্থীরা অবিলম্বে প্রকল্পের ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল (ডিপিপি) অনুমোদন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের পদত্যাগ দাবিতে বিভিন্ন স্লোগান দেন। পরে সোমবার (২৮ জুলাই) সকালে সড়কে ক্লাস নেওয়ার কর্মসূচির ঘোষণা দিয়ে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা।

বিক্ষোভে অংশ নেওয়া সংগীত বিভাগের শিক্ষার্থী হৃদয় সরকার, সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রায়হান ও জাকারিয়া বলেন, প্রতিষ্ঠার আট বছরেও বিশ্ববিদ্যালয়টির নিজস্ব ক্যাম্পাস হয়নি। দীর্ঘদিন ধরে ভাড়া ভবনে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে, যা শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য চরম দুর্ভোগ বয়ে আনছে।

মানববন্ধনে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এম এম হাসান তালুকদার, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও রবীন্দ্র গবেষক প্রফেসর নাসিম উদ্দিন মালিথা স্মৃতি পরিষদের সদস্যরা।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক
মোজাম্মেল দিলন

প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com

শিরোনাম কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি রাফি গ্রেফতার শিরোনাম সততার দৃষ্টান্ত: সরকারি অর্থ ফেরত দিলেন এক শিক্ষা কর্মকর্তা শিরোনাম দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স'র উদ্যোগে জুলাই পুনর্জাগরণ উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালিত শিরোনাম নির্বাচিত সরকার না হলে দেশে বিদেশি বিনিয়োগ আসবে না : রংপুরে আমীর খসরু মাহমুদ মো আব্দুল্লাহ আনন্দ , রংপুর। শিরোনাম জুলাই সনদের আইনি ভিত্তি না দিলে মামলা করবে জামায়াত -তাহের শিরোনাম খুলনা-সাতক্ষীরা মহাসড়কের বেহাল দশা: সংস্কারের দাবিতে স্মারকলিপি পেশ করলো খুলনা নাগরিক সমাজ