ছবি: সংগৃহীত
রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (পূর্বে পিজি হাসপাতাল) ব্লক-এ ভবনের চতুর্থ তলায় আজ সকাল ১১টা ১৪ মিনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সাতটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এবং মাত্র দেড় ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, আগুনে কোনো হতাহত বা আটকে পড়া রোগীর খবর পাওয়া যায়নি। হাসপাতালের অন্যান্য ব্লক ও কর্মীরা নিরাপদে স্থানান্তরিত হয়েছেন।
অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনো জানা যায়নি। হাসপাতাল প্রশাসন এবং ফায়ার সার্ভিস উভয়ই ঘটনার তদন্ত শুরু করেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে।
এ ধরনের দ্রুত প্রতিক্রিয়ার ফলে বড় ধরনের ক্ষতি এবং হতাহতের ঘটনা এড়িয়ে যাওয়া সম্ভব হয়েছে।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com