শিকল বাধা অবস্থায় মাদ্রাসা থেকে ছাত্রীর পলায়ন, এলাকায় চাঞ্চল্য সৃষ্টি
শিকল বাধা অবস্থায় মাদ্রাসা থেকে ছাত্রীর পলায়ন, এলাকায় চাঞ্চল্য সৃষ্টি
জুলহাস আহমেদ, বরগুনা: বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের চড়কগাছিয়া নূরানী ও হেফজ মাদ্রাসা থেকে এক ছাত্রীর শিকল বাধা অবস্থায় পালানোর সময় গ্রামবাসীর চোখে পড়লে বিষয়টি নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়।
খোঁজ নিয়ে জানাজায়, মাদ্রাসার শিক্ষকদের বাড়ির কাজ করানোর ভয়ে একাধিকবার মাদ্রাসা থেকে পালিয়ে আসার কারণে শিশুটির মা শিকল বেদে মাদ্রাসায় দিয়ে আসে।
গত (০৪ মে) বুধবার বিকেলে মাদ্রাসা থেকে বাইসাইকেল থাকা অবস্থায় পালিয়ে আসলে স্থানীয় লোক তাকে পাগল ভেবে ধরে ফেলে। পরের স্থানীয়রা তার পরিবারকে খবর দিলে ঘটনাস্থলে তার মা আসে।
ভুক্তভোগের শিশুটি অভিযোগ করে বলেন, মাদ্রাসার ইট টানা, বাড়ির কাছ থেকে শুরু করে নানান কাজ করানো হয় বাচ্চাদের দিয়ে। যার কারণে একাধিকবার সে মাদ্রাসা থেকে চলে আসলে তার মা তাকে শিকল দিয়ে তালা বন্ধ করে মাদ্রাসায় দিয়ে আসে। এক পর্যায়ে সে সেখান থেকে পালিয়ে চলে আসার পথে স্থানীয়রা তাকে পাগল ভেবে আটকে দেয়।
স্থানীয় একাধিক ব্যক্তি বলেন,চড়কগাছিয়া নূরানী ও হেফজ মাদ্রাসা র শিক্ষকদের বিরুদ্ধে এর আগেও বাচ্চাদেরকে দিয়ে কাজ করানোর অভিযোগ রয়েছে, স্থানীয় প্রভাবশালী হওয়ার কারণে তাদের বিরুদ্ধে কথা বলতে ভয় পাচ্ছে স্থানীয়রা।
অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান রেদওয়ান ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, আমার প্রতিষ্ঠান থেকে ইতিপূর্বে কয়েকজন হাফেজ হয়ে বের হয়েছে, হাফিজি পড়তে হলে এ ধরনের ছোটখাটো ঘটনা ঘটে। এই মেয়ের সাথে জিন এসেছে আমি ওর পরিবারকে বলেছি একটা হুজুরের কাছে নিয়ে যাওয়ার জন্য।
জুলহাস আহমেদ
বরগুনা ০১৮২৬৬২২১৭০
তারিখ ০২-০৫-২৫
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক
মোজাম্মেল দিলন
প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।
নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com
©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com