 
									
																		ছবি : সংগৃহীত।
যশোরের কেশবপুর পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলামকে (৫৭) ধরে পুলিশে দিয়েছে ছাত্র-জনতা।
বুধবার (২ জুলাই) বেলা ৩টার দিকে পৌরসভার ভোগতীনরেন্দ্রপুর মোড়লপাড়া (ভবানীপুর) এলাকায় তার বাড়ি ঘিরে রাখে যুবক ও জনগণ।
পরে ছাত্র-জনতার ভয়ে পালাতে গিয়ে একটি ডোবাতে ঝাঁপ দেন তিনি। এ সময় তারা তাকে মারধরের চেষ্টা করলে খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পুলিশ জানায়, গতবছর ৫ আগস্টে আওয়ামী লীগ সরকার পতনের পর রফিকুল ইসলাম তার ভবানীপুর মোড়লপাড়ার বাড়িতে আত্মগোপনে ছিলেন। বুধবার দুপুরের দিকে তার বাড়িটি স্থানীয় ছাত্র-জনতা ঘিরে রাখে। বিষয়টি বুঝতে পেরে রফিকুল ইসলাম ওই এলাকার আরিফুর রহমান মিলনের বাড়িতে আশ্রয় নেন। পরে ছাত্র-জনতার ভয়ে পালাতে একটি ডোবায় ঝাঁপ দেন তিনি। বিষয়টি পুলিশ জানতে পেরে রফিকুলকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন কালবেলাকে বলেন, জনগণ তাকে (রফিকুল) ঘিরে রাখে। সেখান থেকে তাকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে।
 
					
				        	৪র্থ তলা,  হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
						
 
					
 সম্পাদক 
			        	
  মোজাম্মেল দিলন  
					
 প্রকাশক
			        	
 সবার কথা মিডিয়া লিমিটেড 
			        	সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।
					
 নিউজ
			       	
 ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
		          	
 Email: sobarkothabdnews@gmail.com
		        	
 বিজ্ঞাপণ 
			       	
 ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
		          	
 Email: sobarkothabdnews@gmail.com
		        	
©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com