ঢাকা, ০১ জুলাই, ২০২৫
মাসুম হোসেন অন্তু, (সিরাজগঞ্জ) প্রতিনিধি ঃ :
প্রকাশিত : ১১:২৭ এএম, ২৮ জুন ২০২৫
Digital Solutions Ltd

পাবনার সংবাদ সম্মেলনের প্রতিবাদে শাহজাদপুরে মটর মালিক সমিতির সংবাদ সম্মেলন

প্রকাশিত : ১১:২৭ এএম, ২৮ জুন ২০২৫

পাবনার সংবাদ সম্মেলনের প্রতিবাদে শাহজাদপুরে মটর মালিক সমিতির সংবাদ সম্মেলন

মাসুম হোসেন অন্তু, (সিরাজগঞ্জ) প্রতিনিধি ঃ :

সিরাজগঞ্জের শাহজাদপুরে পাবনার সংবাদ সম্মেলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে শাহজাদপুর মটর মালিক সমিতি ও মটর শ্রমিক ইউনিয়ন। এদিকে দুদিন পর ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে । 
 (২৮ জুন)  শনিবার সকাল সাড়ে ১১টায় বগুড়া-নগরবাড়ি মহাসড়কে বিসিক বাসস্ট্যান্ড চত্বরে সংবাদ সন্মেলন অনুষ্ঠিত হয় । সংবাদ সন্মেলনে মালিক সমিতির খলিল মোল্লা, মটর-শ্রমিক নেতা মোক্তার হোসেন, জাহিদুল ইসলাম, চেইন মাস্টার জামাল উদ্দিন  বলেন,রাজশাহী ও রংপুর বিভাগীয় মটর মালিক সমিতির আহবায়ক মিটুল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত গত ১০ মে-২০২৫ খ্রি: তারিখের সভার সিদ্ধান্ত এবং রেজ্যুলেশন আকারে দেয়া অনুমতি সাপেক্ষে তথা নগরবাড়ি-কাশিনাথপুর মালিক সমিতির অনুমতিক্রমে শাহজাদপুরের নবীনবরণ বাস গাড়িটি বেড়ার কাশিনাথপুর থেকে ঢাকা-মাওনা রুটে চলাচল করলেও মাঝে মাঝেই এবং গত কয়েকদিন আগেও পাবনা মটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম মোমিন মোল্লার নির্দেশে তার রাজদূত পরিবহনের শ্রমিকেরা পাবনার বেড়ায় নবীনবরণ গাড়ি আটকিয়ে ড্রাইভার-শ্রমিকদের মারপিট করে এবং গাড়িটি আটকে দেয়। বিষয়টি নিয়ে পাবনা মালিক সমিতির কাছে বিচার চেয়ে ব্যর্থ হয়ে এবং তিন দিন পরে শাহজাদপুর মালিক-শ্রমিক রাজদূত গাড়ির চলাচলে বাঁধা দেয়। অথচ, নিজেদের অপরাধ গোপন করে এবং শাহজাদপুর মালিক সমিতির বিরুদ্ধে মিথ্যে অভিযোগ উপস্থাপন করে গত (২৭ জুন) শুক্রবার পাবনায় সংবাদ সম্মেলন করেছে মালিক সমিতি যা বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রচারিত হয়েছে। বক্তারা পাবনার ওই সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বক্তারা আরও বলেন, বিগত সরকারের আমল থেকে ক্ষমতার অপব্যবহার করে রাজদূত গাড়ির মালিক উক্ত মোমিন মোল্লা বৈধ কাগজপত্র ছাড়াই ইচ্ছেমত অবৈধভাবে ১৫০ টি গাড়ি বিভিন্ন রুটে চালিয়ে আসছে। শুধু তাই নয়, মোমিন মোল্লার নির্দেশে ছয় বছর আগে বাসস্ট্যান্ডের চেইন মাস্টারদের নামে মিথ্যে চাঁদাবাজির মামলা দায়ের করিয়ে তাদেরকে হয়রানি করে আসছে। যে মামলা আজও শেষ হয়নি এবং প্রতিনিয়ত কোর্টে হাজিরা দিতে হচ্ছে। বক্তারা ওই মামলা প্রত্যাহারেরও দাবি জানান। শুরু থেকেই পাবনা-ঢাকা রুটে অন্য কোন গাড়ি চলাচলে শাহজাদপুর থেকে বাঁধা দেয়া হয়নি। তারা নিজেরাই ধর্মঘট দিয়েছে আবার নিরোই ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে আমরা এ ব্যাপারে কিছুই জানিনা । এদিকে ধর্মঘট প্রত্যাহার হওয়ায় জনমনে স্বস্তি ফিরে এসেছে ।##
মাসুম হোসেন অন্তু,  শাহজাদপুর,সিরাজগঞ্জ তাং ২৮/০৬/২০২৫খ্রিঃ

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক
মোজাম্মেল দিলন

প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com

শিরোনাম ইউক্রেন ন্যাটোতে যোগদানের পরদিনই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে: হাঙ্গেরির প্রধানমন্ত্রী শিরোনাম তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে প্রবেশ পথে ময়লার ভাগাড়।  পরিবেশ দুষিত।  শিরোনাম লালমোহন জুলাই আগস্ট শহীদ সাকিব এর পরিবারের উপরে হামলার অভিযোগ  শিরোনাম ভোক্তা অধিকার সংরক্ষণে বাকৃবিতে সচেতনতামূলক সেমিনার শিরোনাম মুরাদনগরে ধর্ষণ: দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাকৃবিতে ছাত্রফ্রন্টের বিক্ষোভ শিরোনাম বেরোবিতে নিয়োগ জালিয়াতি, আওয়ামী পন্থী  শিক্ষকের বিরুদ্ধে তদন্তে উচ্চপর্যায়ের কমিটি