ঢাকা, ০১ জুলাই, ২০২৫
আল ইয়ামিন আবির,স্টাফ রিপোর্টার :
প্রকাশিত : ১১:৪২ এএম, ২৮ জুন ২০২৫
Digital Solutions Ltd

পুরস্কার ফেলে মনু মিয়ার জানাজায় গেলেন অভিনেতা খাইরুল বাশার

প্রকাশিত : ১১:৪২ এএম, ২৮ জুন ২০২৫

পুরস্কার ফেলে মনু মিয়ার জানাজায় গেলেন অভিনেতা খাইরুল বাশার

আল ইয়ামিন আবির,স্টাফ রিপোর্টার :

কিশোরগঞ্জের ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের বাসিন্দা গোরখোদক মনু মিয়া মারা গেছেন। শনিবার (২৮ জুন) সকাল ১০টার দিকে আলগাপাড়া গ্রামের নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

মনু মিয়ার জানাজায় অংশ নিতে ও দাফন সম্পন্ন কাজে সহায়তা করতে ঢাকা থেকে ছুটে যান জনপ্রিয় অভিনেতা খাইরুল বাশার। দাফন কাজ শেষ করে মনু মিয়ার বাড়িতে ছুটে যান এবং তার স্ত্রীর সঙ্গে কথা বলেন তিনি। যেকোনো প্রয়োজনে তাকে ফোন করে জানাতেও বলেন এই অভিনেতা।

আজ সন্ধ্যায় রাজধানীর একটি অ্যাওয়ার্ড শোতে সেরা নাট্য অভিনেতার পুরস্কার পাওয়ার কথা ছিলো খায়রুল বাসারের। সেই অনুষ্ঠানে না গিয়ে তিনি মনু মিয়ার জানাজায় শরিক হন।

এর আগে, মনু মিয়ার মৃত্যুর খবরে অভিনেতা খাইরুল বাশার তার ফেসবুকে শোক প্রকাশ করে লেখেন, মনু কাকা শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

খাইরুল বাশার বলেন, এতোদিন তিনি ঢাকায় ছিলেন, তিন দিন আগে উনি বাড়ি ফিরেছেন। বলছিলেন—আগের চেয়ে বেশ সুস্থ আছেন। উনার সুস্থ হয়ে বাড়ি ফেরার ইচ্ছা আল্লাহ কবুল করেছেন। সুস্থ থেকেই উনি আল্লাহর ডাকে ফিরতে চেয়েছিলেন, এই দোয়াও চাইতেন-বলতেন। হয়তো নিজ গ্রাম, নিজের জন্মস্থান থেকেই আল্লাহ তাকে ডেকে নিবেন এই চেয়েছেন আল্লাহ। উনার মহৎ কর্মের ফলস্বরূপ আল্লাহ নিশ্চয়ই উনাকে উনার স্বপ্নের ঘোড়া উপহার দেবেন। আল্লাহ উনাকে জান্নাতবাসী করুন। সবাই মনু কাকার জন্য দোয়া করবেন। আল্লাহ তায়ালা তাঁকে শান্তিতে রাখুন। আমিন।

গণমাধ্যমকে খাইরুল বাশার জানান, মনু চাচা একজন খাঁটি মানুষ ছিলেন। আমার দেখা সবচেয়ে সেরা মানুষটা তিনি। আমি যখন হাসপাতালে ছুটে গিয়েছি, তখন উনার ঘোড়া কিনে দিতে চেয়েছিলাম, কিন্তু উনি ধমক দিয়ে বলেছেন—আমি ঘোড়া কিনলে ৫-৭টা কিনতে পারবো। ঢাকা থেকে চিকিৎসা শেষে বাড়িতে ফিরে তিনি আমাকে ফোন দিয়ে বলেছিলেন বেড়াতে আসার জন্য। আমি উনার কথাটা রাখতে পারি নাই, এইজন্য মনটা খুব খারাপ হচ্ছে। দোয়া করি আল্লাহ উনাকে জান্নাতুল ফেরদৌস দান করুন, আমীন।

মনু মিয়া তার জীবদ্দশায় প্রায় সাড়ে তিন হাজারের মতো কবর খনন করেছেন। কবর খুঁড়তে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে তিনি ঘোড়া ব্যবহার করতেন। কিছুদিন আগে বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে ভর্তি হন। এই সুযোগে রহস্যজনক কারণে দুর্বৃত্তরা মনু মিয়ার ঘোড়াটিকে হত্যা করে।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক
মোজাম্মেল দিলন

প্রকাশক
সবার কথা মিডিয়া লিমিটেড
সবার কথা মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

নিউজ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০২২২৪৪০৬০৭০
Email: sobarkothabdnews@gmail.com

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com

শিরোনাম ইউক্রেন ন্যাটোতে যোগদানের পরদিনই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে: হাঙ্গেরির প্রধানমন্ত্রী শিরোনাম তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে প্রবেশ পথে ময়লার ভাগাড়।  পরিবেশ দুষিত।  শিরোনাম লালমোহন জুলাই আগস্ট শহীদ সাকিব এর পরিবারের উপরে হামলার অভিযোগ  শিরোনাম ভোক্তা অধিকার সংরক্ষণে বাকৃবিতে সচেতনতামূলক সেমিনার শিরোনাম মুরাদনগরে ধর্ষণ: দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাকৃবিতে ছাত্রফ্রন্টের বিক্ষোভ শিরোনাম বেরোবিতে নিয়োগ জালিয়াতি, আওয়ামী পন্থী  শিক্ষকের বিরুদ্ধে তদন্তে উচ্চপর্যায়ের কমিটি